The Journey : বিহার পুলিশের প্রধান থেকে রাজনৈতিক নেতা,বর্তমানে ‘ধর্ম প্রচারক’ গুপ্তেশ্বর পান্ডে

0
69

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

তিন ভূমিকায় গুপ্তেশ্বর পান্ডে

বিহার পুলিশের প্রাক্তন ডিরেক্টর জেনারেল গুপ্তেশ্বর পান্ডে এখন একজন ধর্ম প্রচারক, মাঝে কিছুকাল তিনি অবশ্য ছিলেন রাজনৈতিক নেতা ‘গুপ্তেশ্বর পান্ডে’। ইদানিং তাঁর এক নতুন ঝোঁক তৈরি হয়েছে ‘ কথা বচন’ নামে ধর্মের বাণী প্রচারের। ১৯৮৭ সালের ব্যাচের আইপিএস গুপ্তেশ্বর পান্ডে গত বৃহস্পতিবার একটি ডিজিটাল প্ল্যাটফর্মে এক লাইভ শো’তে আসেন, শ্রীমদ্ভোগবৎ গীতা থেকে কৃষ্ণের জীবনকাহিনী শোনান। তাঁর এই লাইভ ‘ধর্ম প্রচার’ প্রতিদিন শোনা যাবে প্রতিদিন দুপুর ২ টো থেকে ৩ টে পর্যন্ত। এই লাইভ শো’তে সরাসরি অংশগ্রহণও করতে পারবেন উৎসাহী দর্শকেরা, তার জন্য একটি নির্দিষ্ট লিংক বা আইডি ব্যবহার করতে হবে।

জানা গিয়েছে সরাসরি রাজনীতি থেকে ‘মোহমুক্তি’ ঘটায় প্রাক্তন পুলিশ কর্তা এখন ধর্মে মন দিয়েছেন। গত বছর সেপ্টেম্বর মাসে বিহার বিধানসভা নির্বাচনের মুখে গুপ্তেশ্বর পান্ডে পুলিশ কর্তার পদ থেকে স্বেচ্ছাবসর নেন, তার পরেই যোগ দেন জেডিইউ- তে।

গুপ্তেশ্বর পান্ডের জন্ম বিহারের বক্সার জেলার গেরুয়া গ্রামের ব্রাহ্মণ পরিবারে। পাটনা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষ করে তিনি যোগ দেন ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে। সংস্কৃতে যথেষ্ট পান্ডিত্য তাঁর। আইপিএস পদে যোগ দেওয়ার আগে তিনি বিভিন্ন ধর্মসভায় যাতায়াত ছিল তাঁর তখনও তাঁর ধর্ম বিষয়ক বক্তৃতা ‘অধ্যাত্ম’ আগ্রহ সহকারে শুনতেন দর্শকেরা। এছাড়া তিনি একজন ভালো সংগীত শিল্পীও, আধ্যাত্মিক গানের একটি অ্যালবামও আছে তাঁর।

২০০৯ সালে আইপিএস গুপ্তেশ্বর পাণ্ডে প্রথমবার প্রচারের আলোয় আসেন। বক্সার থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করে স্বেচ্ছাবসর নেন, কিন্তু বিজেপি তাঁকে লোকসভা নির্বাচনে টিকিট না দেওয়ায় সাত মাস পরে আবার ফিরে যান চাকরিতে, যোগ দেন আইজি পদে। এরপর কিছুদিন এডিজি পদে থাকার পর পদোন্নতি হয় ডিরেক্টর জেনারেল অফ পুলিশ পদে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here