ধর্মঘটের মিশ্র প্রভাব কালনা কাটোয়া মহকুমায়

0
243

শ্যামল রায়,কালনাঃ

the strike is effect in Kalna Katwa subdivision
নিজস্ব চিত্র
the strike is effect in Kalna Katwa subdivisio
নিজস্ব চিত্র
the strike is effect in Kalna Katwa subdivision
নিজস্ব চিত্র

বাম শ্রমিক ও গণ সংগঠনগুলির ডাকা দু দিনের দেশব্যাপী ডাকা সাধারণ ধর্মঘটে কালনা মহকুমায় জনজীবন মোটামুটি স্বাভাবিক ছিল।ব্যান্ডেল কাটোয়া রেল শাখার সমুদ্রগড় রেল স্টেশনে বনধ সমর্থকরা ঘন্টা খানেক অবরোধ করলেও রেল পুলিশ ও জি আর পি এসে অবরোধকারীদের সরিয়ে দেয়।কালনা কাটোয়া কালেখাঁ তলায় ধর্মঘটীরা পথ অবরোধ করলে পুলিশের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।ধর্মঘটের সমর্থনে পথে নামেন বিধায়ক প্রদীপ সাহা,প্রাক্তন বিধায়ক সুব্রত ভাওয়াল।কিছু দোকানপাট বন্ধ ছিল।যানবাহন আংশিক সচল ছিল।ধর্মঘটের সমর্থনে কিছু মিছিল হলেও সে রকম কোন অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।পূর্বস্থলী ১নং ব্লকে ধর্মঘট সমর্থকদের পতজে তেমন ভাবে দেখা যায় নি।বাজার দোকান সবই খোলা ছিল।রাস্তায় বাসের সংখ্যা যদিও কম ছিল।কাটোয়া মহকুমার বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল লক্ষ্য করা গেলেও মানুষ তেমনভাবে বাড়ি থেকে বের হয় নি।মঙ্গলকোটে যানবাহন বাজারহাট মোটামুটিভাবে স্বাভাবিক ছিল।কেতুগ্রামও ছিল স্বাভাবিক।নবদ্বীপ শহরও ছিল স্বাভাবিক।নবদ্বীপ ফেরিঘাট এবং স্টেশনেও স্বাভাবিক দিনের মতোই চলাচল ছিল।নবদ্বীপ থানার পুলিশ আধিকারিক সুবীর কুমার পাল জানিয়েছেন যে,ধর্মঘটকে কেন্দ্র করে নবদ্বীপে কোন অপ্রীতিকর ঘটনা দেখা যায় নি।মোটের উপর ধর্মঘটের সমর্থকদের ধর্মঘট সফলের চেষ্টা থাকলেও জনজীবন স্বাভাবিক থেকেছে।কালনা কাটোয়া মহকুমায়।সিপিআইএমের মহিলা নেত্রী অঞ্জু করের দাবী ধর্মঘটের প্রতি ব্যাপক মানুষের সমর্থন পাওয়া গেছে।অপরদিকে তৃনমূলের জেলা সভাপতি মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন,যে কর্মনাশা বনধ মানুষ উপেক্ষা করে জন জীবন ছিল স্বাভাবিক।

the strike is effect in Kalna Katwa subdivision
নিজস্ব চিত্র
the strike is effect in Kalna Katwa subdivision
নিজস্ব চিত্র

আরও পড়ুন: মোরগ লড়াই ঘিরে উদ্দীপনা,যৌক্তিকতার প্রশ্ন পশুপ্রেমীদের

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here