সিমা পুরকাইত, দক্ষিণ দিনাজপুরঃ
ডায়মন্ডহারবার আদালতের আইনজীবীদের কর্মবিরতির আজ দ্বিতীয় দিন। ডায়মন্ড হারবার আদালতের অন্তর্ভুক্ত চারটি থানা কাকদ্বীপ আদালতের অন্তর্ভুক্ত হওয়ার প্রতিবাদে গতকাল থেকে ডায়মন্ড হারবারের আদালতের প্রায় ৬০০ জন আইনজীবী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে।
সিদ্ধান্তের পরিবর্তন না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছে। সমস্যায় পড়েছে কয়েক হাজার বিচার প্রার্থী। ডায়মন্ডহারবার আদালতের অন্তর্ভুক্ত কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, মথুরাপুর এই চারটি থানার যাবতীয় ক্রিমিনাল ও ফৌজদারি মামলা মূলত ডায়মন্ডহারবার আদালতেই এতদিন ধরে চলে আসছে।
আরও পড়ুনঃ ঘন কুয়াশায় পাঁশকুড়ায় ট্রলার-আলফা গাড়ির সংঘর্ষ
নতুন পুলিশ জেলা ভাগের পর এই চারটি থানা কাকদ্বীপ পুলিশ জেলার অন্তর্ভুক্ত হয়। এই থানার যাবতীয় মামলা-মোকদ্দমা কাকদ্বীপ স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে গতকাল থেকে ডায়মন্ড হারবার আদালতে প্রায় কয়েকশো আইনজীবী কর্মবিরতির রাস্তা বেছে নিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584