নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কলকাতায় তাদের কয়েক দফা দাবিতে অনশন আন্দোলন শুরু হয়েছে।
রবিবার এই আন্দোলন ১০ দিনে পড়ল। এই আন্দোলনের সমর্থনে দিনহাটাতে প্রতীকী অনশনে বসেছে প্রাথমিক শিক্ষকেরা ন্যায্য বেতনের দাবিতে কলকাতার এই আন্দোলন মঞ্চে কোচবিহারের চার প্রতিনিধি অনশনে আছেন বলে জানা গেছে।
এদিন দিনহাটা শহরের ফুলদিঘী সংলগ্ন এলাকায় প্রতীকী অনশন করে প্রাইমারি শিক্ষক শিক্ষিকারা। আন্দোলনকারীদের দাবি গোটা দেশের সাথে এ রাজ্যের প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য রয়েছে।
যতদিন পর্যন্ত রাজ্য সরকার বেতন বিন্যাসের বিষয়টি নতুন করে না ভাববে ততদিন এই আন্দোলন চালিয়ে যাবে উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন। ইতিমধ্যেই তাদের দাবি সমর্থনে জেলায় জেলায় শুরু হয়েছে প্রতীকী আন্দোলন।
আরও পড়ুনঃ চাকরির নামে টাকা,নেতার বাড়ির সামনে অনশন প্রতারিতদের
বিষয়টি নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আন্দোলনকারী প্রতিনিধি দলের সাথে কথাও বলেছেন। যদিও শিক্ষামন্ত্রী ও আন্দোলনকারীদের বৈঠকে কোনও সদর্থক উত্তর মেলেনি। আন্দোলনকারীদের বেশকিছু দাবি বাস্তবে মানা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছেন শিক্ষা মন্ত্রী।
এদিকে আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড়। ফলে সমস্যার সমাধান দুরস্থ,বরং আরও জটিল হয়েছে এই ঘটনা। ইতিমধ্যেই কলকাতায় ওই অনশন মঞ্চে গিয়ে তাদের পাসে থাকার বার্তা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তবে এদিকে দিনহাটার আন্দোলন মঞ্চে উপস্থিত হয় এস এফ আই এর প্রাক্তন জেলা সম্পাদক শুভ্রালোক দাস,অভিনব রায়,বিজেপি রাজ্য কমিটির সদস্য জলপাইগুড়ি জেলা দলের পর্যবেক্ষক দীপ্তিমান সেনগুপ্ত।
প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্থি ইউনাইটেড প্রাথমিক টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সন্তোষ বর্মণ বলেন,গত নয় দিন ধরে কলকাতায় সংগঠনের সদস্য শিক্ষক অনশনে বসলেও রাজ্যের শিক্ষামন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী এনিয়ে কোনো হেলদোল নেই।
তিনি বলেন, ১৪ জন স্কুল শিক্ষককে অনৈতিকভাবে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে তাদের বাড়ি থেকে ৬০০ থেকে ৭০০ কিলোমিটার দূরে।
তাদেরকে অবিলম্বে পুরাতন স্কুলে ফিরিয়ে আনার দাবি সহ তারা বিভিন্ন দাবিতে এই আন্দোলন শুরু করেছেন। অথচ শিক্ষামন্ত্রী এদের বুদ্ধির ব্যাপারটি কোনরকম আমল দিচ্ছেন না বলে অভিযোগ। তাদের দাবি না মানা হলে আন্দোলন চলবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584