শুভেন্দু হাওলাদার,পূর্ব মেদিনীপুর
পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কংগ্রেস সিপিএম সহ একাধিক বামপন্থী সংগঠন।এই ধর্মঘটে সামিল হয়েছে এসইউসিআইও। তাঁদের ঘোষিত কর্মসূচী অনুযায়ী সোমবার সকাল থেকেই পথে নামল এসইউসিআই কর্মীরা।
এদিন সকাল ৬টার সময় তাঁরা পূর্ব মেদিনীপুর জেলা সদর মানিকতলায় মিছিল করে।আর তার পরেই তাঁরা পথ অবরোধে সামিল হয়েছে।তাঁদের অবরোধের জেরে বহু যানবাহন আটকে পড়েছে রাস্তায়।
যদিও এদিনের বনধ বিফল করতে সরকারী কর্মীদের জন্য কড়া নোটিশ ইস্যু করেছে রাজ্য সরকার।কেউ অফিসে কাজে না এলে তাঁর বেতন কাটা যাবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।তবে আজ পথে বেরলে যে ভোগান্তির মুখে পড়তে হবে তা সকাল থেকেই বোঝা যাচ্ছে।তবে এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত রাজ্যের অধিকাংশ এলাকাতেই সকাল থেকে কর্মব্যস্ততা তুঙ্গে রয়েছে।ট্রেন ও গাড়ি চলাচল করছে আর পাঁচটা দিনের মতোই।যদিও বেলা বাড়লে এই চিত্র থাকবে কিনা সন্দেহ রয়েছে। কারন বনধ সমর্থনকারীরা পথে নামলে ছন্দ পতন ঘটার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুনঃ সমকামীদের জন্য বৃদ্ধাশ্রম গুজরাটে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584