পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
শুরু হলো ভোট পরবর্তী কর্মকান্ড।কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা বেষ্টনীতে ইসলামপুর কলেজ স্ট্রং রুমে আবদ্ধ রায়গঞ্জ লোকসভা ও ইসলামপুর বিধানসভার প্রার্থীদের ভাগ্য।ভোট প্রক্রিয়া মিটতেই স্ট্রং রুমের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ইসলামপুর কলেজে হাজির হন ইসলামপুর থানার আইসি শমিক চ্যাটার্জী, মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ ঝা এবং অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল।
রায়গঞ্জ লোকসভা নির্বাচনের ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া ও করনদিঘি বিধানসভার পাশাপাশি ইসলামপুর বিধানসভা উপনির্বাচনের ইভিএম ইসলামপুর কলেজের স্ট্রং রুমে রাখা হয়েছে।এই ইভিএম গুলির গণনা ইসলামপুর কলেজেই হবে।সেই মোতাবেক কলেজের মাঠেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী-সমর্থকদের ভিড় নিয়ন্ত্রনকেন্দ্রিক সুরক্ষা ব্যবস্থাও খতিয়ে দেখেন পুলিশের পদস্থ কর্তারা।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী সফরের আগে ঝাড়গ্রামে কড়া নিরাপত্তা
ইসলামপুর কলেজের মুখ্য গেটে কড়া প্রহরায় রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও রয়েছে।গেটে পরিচয়পত্র দেখিয়ে রীতিমতো অত্যাধুনিক পরীক্ষার পরই তাঁকে ভেতরে প্রবেশের অনুমতি মিলছে।এছাড়াও স্ট্রং রুমের গতিবিধি লক্ষ্য করার জন্য গেটেই রয়েছে সিসিটিভির মনিটর।
স্ট্রং রুমকে ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।কলেজের ছাদেও রয়েছে কেন্দ্রীয় বাহিনীর ব্যাংকার ও জওয়ানদের টহলদারী। তবে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা ১৫ জন প্রার্থীর পাশাপাশি ইসলামপুর বিধানসভার উপনির্বাচনে ৫ প্রার্থীর মধ্যে ক্ষমতা কার দখলে থাকবে তার জন্য অবশ্যই ২৩ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584