পিঠে খাওয়ালো ছাত্রীরা,পুলিশ করল ফাইন,কেউ লজ্জিত কেউবা রাগান্বিত

0
92

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

the student give the pie to public
নিজস্ব চিত্র
the student give the pie to public
নিজস্ব চিত্র

মঙ্গলবার মকর সংক্রান্তি আর সেই কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিল ঘোষপুকুর রুরাল ট্রাফিক পুলিশ ও বিধাননগর স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটি।এদিন বিধাননগরে হেলমেট বিহীন বাইক আরোহীদের পিঠে খাইয়ে রীতিমতো ফাইন করল।আর এই কর্মসূচি পালনে পিঠে খাওয়ালেন বিধাননগর বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা।এদিন উপস্থিত ছিলেন ঘোষপুকুর রুরাল ট্রাফিক পুলিশ ওসি সঞ্জীব দও,বিধাননগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা বাপন দাস সহ সদস্যরা।যদিও হেলমেট বিহীন বাইক আরোহীরা বুঝে উঠতে পারছিল না যে তাদের সাথে কি হচ্ছে।প্রথমে রাস্তায় দাঁড় করিয়ে ছোট ছোট ছাত্রীদদের হাত থেকে পিঠে খাচ্ছে তার পর কাটা হচ্ছে ফাইন।তবে অনেক লজ্জিত,আবার অনেকেই রেগে গেলেন। কেউ কেউ বলেই বসলেন তাড়াহুড়ো ছিল তাই হেলমেট ভুলে গেছেন।ছোট ছোট ছাত্রীদের সামনে বলেন যে এরপর থেকে সব সময় হেলমেট পরে বাইক চালাবেন।এই বিষয়ে ঘোষপুকুর রুরাল ট্রাফিক ওসি সঞ্জীব দও বলেন আজ মকর সংক্রান্তি আর অনেকেই দেখছি হেলমেট পরে বাইক চালাছে না সেই কথা মাথায় রেখে দুর্ঘটনা এড়াতে সেফ ড্রাইভ সেভ লাইফকে সামনে রেখে এই কর্মসূচি।আর আমরা দেখি যে,সব থেকে বেশি দুর্ঘটনা ঘটে বাইকে।তাই তাদের কথা রীতিমত পিঠে খাইয়ে ফাইন করা হয়েছে।আমরা চাই সকলেই যেন হেলমেট পরেই বাইক চালাক।

the student give the pie to public
নিজস্ব চিত্র

আরও পড়ুন: গ্রীনহাউস এফেক্টে অভিনব বীজতলা পথ দেখাচ্ছে স্বনির্ভরতার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here