জল অপচয় রুখতে উদ্যোগী পড়ুয়ারা, চাঁদা তুলে ‘বিব কক’,-এর ব্যবস্থা

0
233

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

student help to save water | newsfornt.co
নিজস্ব চিত্র

জল অপচয় বন্ধ করতে নজির তৈরি করল জটেশ্বর। জেলার বিভিন্ন জায়গায় বেশ কয়েকদিন থেকে মুখ খালি ট্যাপ কলগুলোতে ‘বিব কক’ লাগানোর হিড়িক লক্ষ্য করা গেছে।শুক্রবার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর পড়ুয়ারা নিজেরাই চাঁদা তুলে জটেশ্বরের বিভিন্ন ট্যাপ কলে ‘বিব কক’ লাগানোর উদ্যোগ গ্রহন করছে।

এদিন বিব কক লাগানোর পাশাপাশি এলাকার মানুষদের জল অপচয় বন্ধ করতে আবেদন রাখা হয়েছে। কোন রাজনৈতিক বা স্বেচ্ছাসেবী সংস্থ্যার ব্যানারে এই উদ্যোগ গ্রহন করা হয় নি বলে জানিয়েছেন ওই পড়ুয়ারা। সম্পূর্ন ব্যাক্তিগত উদ্যোগে বন্ধু বান্ধবরা মিলে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে।

student help to save water | newsfornt.co
নিজস্ব চিত্র
student help to save water | newsfornt.co
তাপস শীল,উদ্যোগী পড়ুয়া।নিজস্ব চিত্র

উদ্যোগী পড়ুয়াদের একজন তাপস শীল বলেন,“ জল সংকট গোটা দেশে ভয়ংকর আকার নিয়েছে।বিভিন্ন সময় আমরা টিউশন পড়তে যাবার সময় দেখেছি রাস্তার ধারে অনেক কলের মুখ নেই বেশির ভাগ সময় জল নষ্ট হচ্ছে।এই মুহুর্তে আমরা সচেতন না হলে জল সংকটে পড়ব আমরাও।

আরও পড়ুনঃ জল বাঁচিয়ে জীবন বাঁচানোর আবেদনে পদযাত্রা

student | newsfornt.co
রনি অধিকারী,উদ্যোগী পড়ুয়া।নিজস্ব চিত্র

সেই কারনে এই আমরা এই উদ্যোগ গ্রহন করেছি।এদিন জটেশ্বর বাজার ও আশেপাশের লাগোয়া এলাকায় ট্যাপ কলগুলোতে আমরা এই বিব কক লাগিয়েছি।”

জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের আলিপুরদুয়ারের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুব্রত ধর বলেন,“এই উদ্যোগ অবশ্যই প্রশংসার যোগ্য। আমরা খুশি।আমরাও পাশে আছি।জল নিয়ে এই জেলায় মানুষের এই সচেতনতা অবশ্যই প্রশংসার যোগ্য।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here