শ্যামল রায়, বর্ধমানঃ
সোমবার বর্ধমান হোস্টেলে এক নার্সিং ছাত্রীর আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই আত্মঘাতী ছাত্রীর নাম রিয়া দে। বাড়ি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মসজিদের পাশ থেকে ছাত্রীর একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। এই আত্মহত্যাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ছাত্রীদের মধ্যে। আত্মহত্যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে– পারিবারিক অশান্তি না প্রেমের জের?
আরও পড়ুনঃ অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য এলাকায়
যদিও পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, এই আত্মহত্যার পিছনে কী কারণ থাকতে পারে, তাদেরও জানা নেই। তবে প্রেমঘটিত ব্যাপারটা একদম উড়িয়ে দিচ্ছে না পরিবারের লোকজন।
তবে সবটাই তদন্ত সাপেক্ষ। বর্ধমান থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে আপাতত ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই চিত্তরঞ্জন মেডিকেল কলেজেও সমাপ্তি নামে এক ছাত্রী আত্মঘাতী হয়েছিল। নার্সিং ট্রেনিং প্রাপ্ত ছাত্রীদের আত্মহত্যার কারণ কী থাকতে পারে বিষয়টি ভাবাচ্ছে চিকিৎসক মহলে ও নার্সিং ট্রেনিং প্রাপ্ত ছাত্রীদের মধ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584