শ্যামল রায়,নবদ্বীপঃ
নবদ্বীপ ধাম রেলস্টেশনে একের পর এক দামিগাছ কেটে ফেলার বিরুদ্ধে সরব হলো হিউমিনিটি পরিবার।বৃহস্পতিবার সকাল থেকে হিউমিনিটি পরিবারের সদস্যরা রেল স্টেশন ২ নম্বর প্লাটফর্মে শান্তিপূর্ণ ধর্ণা এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করে।ছাত্র ছাত্রীরা বিভিন্ন প্ল্যাকার্ড ব্যানার লাগিয়ে প্রতিবাদে সরব হয়।

এই স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক সোমেশ মন্ডল জানিয়েছেন যে একটি গাছ একটি প্রাণ গাছ বাঁচাও প্রাণ বাঁচাও।নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে যার ফলে ভারসাম্যের অভাব ঘটছে তাই যত্রতত্র গাছ কেটে ফেলা যাবে না।
আরও পড়ুনঃ পরীক্ষায় অকৃতকার্য, কলেজের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ পড়ুয়াদের
নবদ্বীপ ধাম রেলস্টেশন চত্বরে বহু নামিদামী গাছ কেটে ফেলেছে যা কিনা নানান ধরনের সমস্যা তৈরি হচ্ছে এই প্রতিবাদে আমরা সরব হয়েছি জানিয়ে দিলেন এই কর্মকর্তা।
এছাড়াও নবদ্বীপ ধাম রেলস্টেশনে নামিদামি গাছগুলো যেভাবে ছেঁটে ফেলা হচ্ছে ফলে কিছুদিন যেতে না যেতেই গাছ মরে যাচ্ছে এর ফলে রেল স্টেশন চত্বর ফাঁকা হয়ে পড়ছে রোদ্দুরের সময় অনেক যাত্রীরা গাছের ছায়ায় বসতে পারতেন সেটা কিন্তু অসম্ভব হয়ে উঠছে তাই ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীসাধারণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584