নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
এক ব্লক,দুই আত্মহত্যা। আর এই দুই আত্মহত্যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ফালাকাটা ব্লকের দুই এলাকায়।
বৃহস্পতিবার সকালে ফের দুই মৃত্যুর খবর পেয়ে ঘুম ভাঙল জেলার।

জানা গেছে, ফালাকাটা ব্লকের প্রমোদনগর এলাকা থেকে উদ্ধার হয় এক ব্যক্তির ঝুলন্ত দেহ।জানা গেছে, বুধবার রাতে নিজের বাড়ি থেকে ওই ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত ওই ব্যক্তির নাম বিনোদ রায় (৪৯) । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে।

অপর দিকে একই ব্লকে ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তালুকেরটারি এলাকা থেকে উদ্ধার ঝুলন্ত এক মহিলার মৃতদেহ। জানা গেছে, বুধবার গভীর রাতে ওই মহিলা নিজের বাড়ির শোয়ার ঘর থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। মৃত ওই মহিলার নাম দীপিকা বর্মণ (২৬)।
আরও পড়ুনঃ নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

পুলিশ দুটি পৃথক মৃতদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে।
দুটি পৃথক ঘটনা একটির সাথে আরেকটির কোন যোগ নেই বলে জানা গেছে। দুটি ঘটনার তদন্ত শুরু করেছে ফালাকাটা থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584