পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
গত ১৮ নভেম্বর বিহারের গোয়ালপোখর থানার পাটওয়া এলাকায় ধানক্ষেতে বিহারের বাসিন্দা আজমত আলির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল আগেই।
জানা গিয়েছিল, গলার নলি কেটে খুন করা হয়েছিল তাকে। এ দিন ওই খুনের ঘটনায় অভিযুক্তকে চার দিনের পুলিশি রিমান্ডার দিল ইসলামপুর আদালত।
গোয়ালপোখর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার পাটওয়া এলাকার বাসিন্দা আজমত আলিকে খুনের ঘটনায় অভিযুক্ত তাজিবুর রহমানকে গতকাল রাতে বিহারের কিষানগঞ্জ থানার লোহাগাছি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেছেন তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর রেজাউল করিম।
আরও পড়ুনঃ ৩ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
শুক্রবার তাজিবুর রহমানকে ইসলামপুর আদালতে পাঠিয়ে রিমান্ডারের আবেদন জানায় পুলিশ। ইসলামপুর আদালত অভিযুক্ত তাজিবুর রহমানকে চার দিনের পুলিশি রিমান্ডার দিয়েছে।
এদিকে খুনের ঘটনার পরই মুখ্য অভিযুক্ত আকবর আলির স্ত্রী সাহারুন নেশাকে গ্রেফতার করেছিল পুলিশ। সাহারুন নেশা বর্তমানে জেল হেফাজতে রয়েছে। সাহারুন নেশাকে জিজ্ঞাসাবাদ করেই তাজিবুর রহমানের হদিশ পাওয়া গিয়েছিল।
তবে এখনও মুখ্য অভিযুক্ত আকবর আলি ফেরার রয়েছে। তাজিবুরকে জেরা করেই আকবরের সম্পর্কে তথ্য মিলবে বলে ধারণা পুলিশের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584