নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ভোটের আগে ফের খুলতে চলছে মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডিমা চা বাগান।বৃহস্পতিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকের চুক্তি অনুযায়ী আগামী ১১ মার্চ সোমবার খুলছে দীর্ঘদিন অচলাবস্থায় থাকা ডিমডিমা চা বাগান।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত শ্রম কমিশনার পশুপতি ঘোঘ,জয়েন্ট লেবার কমিশনার চন্দন দাশ গুপ্ত সহ প্রায় প্রতিটি চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এদিনের ত্রিপাক্ষিক বৈঠকের সর্বসম্মত ভাবে আগামী ১১ মার্চ বাগানটি পুনরায় খোলার দিন স্থির করা হয়।ঐ দিন শ্রমিকদের হাতে নগদ ১০০০ টাকা সহ সরকারের পক্ষ থেকে ক্যাস জি আর এবংবিশেষ জি আর দেওয়া হবে।এছাড়া পূজার আগে বকেয়া মজুরীও দিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ একদিকে বিতর্ক,আরেকদিকে উদ্দীপনা নিয়ে উদ্বোধিত হল হাতানিয়া দোয়ানিয়া সেতু
বাগানটি দায়িত্ব পেল শিলিগুড়ির একটি নামী চা কোম্পানী যাদের হাতে রয়েছে জয়বীরপাড়া চা বাগান। ডুয়ার্স চা বাগান ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি গোপাল প্রধান বলেন,আগামী ১১ মার্চ বাগানটি পুনরায় খুলছে।নতুন কোম্পানি ও ভালো।আমরা খুশি তবে এটা যেন ভোটের চমক না হয়।আমরা চাই বাগানটি ভালভাবে চলুক।বিধায়ক মনোজ টিগগা বলেন, বাগান খুলছে শুনে আমরা খুশি।
তবে রাজনৈতিক চমক যেন না হয়। তৃণমূল মজদুর ইউনিয়নের সভাপতি মান্না লাল জৈন বলেন, আগামী সোমবার থেকে বাগান টি খুলছে।৪২ লক্ষ টাকা বকেয়া মজুরী বাকি।খোলার দিন একটি অংশ দেওয়া হবে। বাকিটা পুজার আগে দিয়ে দেওয়া হবে।তবে শ্রমিকদের স্বার্থে আমরা কাজ করছি।বাগান টি খোলাতে আমরা প্রচন্ড খুশি। অপর দিকে বাগান খোলার খবর বাগানে পৌছতেই শ্রমিকরা মেতে উঠেছে আনন্দে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584