পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
ইসলামপুর বিধানসভা উপনির্বাচনকে ঘিরে ব্যাপক বোমাবাজি ও সাংবাদিকদের মারধর করার অভিযোগ উঠল তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে।
অমিত সরকার নামে একজন সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙচুর করা হয়েছে খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের গাড়িও। অভিযোগ, তৃনমূল আশ্রিত দুস্কৃতীরা ঘিরে রেখেছে সাংবাদিকদের।এলাকায় ব্যাপক উত্তেজনা।
আরও পড়ুনঃ এজেন্ট তাড়িয়ে দেওয়ার অভিযোগ সমাধানে ‘কুইক রেসপন্স টিম’র ঝটপট উদ্যোগ
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা কেন্দ্রের মাদারিপুর এলাকায় ৬ নং বুথে।পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী ও সশস্ত্র পুলিশ ফোর্স।এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় বন্ধ রয়েছে ইসলামপুর বিধানসভা উপনির্বাচনের ৬ নম্বর বুথের ভোটগ্রহন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর বিধানসভা উপনির্বাচনে মাদারিপুর এলাকার ৬ নম্বর বুথে ভোটদাতাদের ভোটদানে বাধা দেয় তৃনমূল আশ্রিত দুস্কৃতীরা৷ অভিযোগ পেয়েই ঘটনাস্থলে ছুটে আধাসামরিক বাহিনীর কুইক রেসপন্স টিম। তারা দুস্কৃতীদের এলাকা থেকে সরিয়ে দিয়ে ভোটারদের ভোটদানের ব্যাবস্থা করে দিয়ে ফিরে চলে যায়।আধাসামরিক বাহিনী ফিরে চলে যেতেই তৃনমূল আশ্রিত দুস্কৃতীরা সেখানে ব্যাপক বোমাবাজি করে। সেখানে খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ঘিরে ধরে ব্যাপক মারধর করে। পাঁচজন সাংবাদিক আক্রান্ত হন। এদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত করা হয়।
অমিত সরকার নামে সেই সাংবাদিককে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যাপক ভাঙচুর চালানো হয় সাংবাদিকদের গাড়িও। বেশকিছু সাংবাদিকদের ঘিরে রাখে বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছেছে সেন্ট্রাল ফোর্স ও রাজ্য পুলিশ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584