নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা সংক্রমণ রোধে মানুষকে প্রতিনিয়ত সচেতন করে চলেছে প্রশাসন। এগিয়ে এসেছে বহু সংস্থা। এবার গ্রামের মানুষকে সচেতন করতে এগিয়ে এলেন একজন স্কুল শিক্ষক। সম্পূর্ন নিজের উদ্যোগে এই কাজ করেন তিনি। মানুষের হাতে দিলেন স্যানিটাইজ়ার। শুধু তাই নয়, রাস্তায় চলাচল করতে থাকা দু’চাকার গাড়িগুলিতেও জীবাণুনাশক ছড়ান তিনি।
আরও পড়ুনঃ রায়গঞ্জের কমলা লকডাউন মেনে চলার বার্তা দিয়ে দেওয়াল লিখন রায়গঞ্জে
বাড়ি গ্রাম পঞ্চায়েতের কর্ণজোড়ায় কালীবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা বিপ্লব মণ্ডল, বাহিন প্রাথমিক স্কুলের শিক্ষক। আজ তিনি কালীবাড়ি সংলগ্ন এলাকার বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের হাতে স্যানিটাইজ়ার ঢেলে দেন জীবাণুমুক্ত করার জন্য। এমনকী, রাস্তায় চলাচল করা দু’চাকার গাড়িগুলিতেও তিনি কীটনাশক ছড়ান। পাশাপাশি এলাকার মানুষকে করোনা সম্পর্কে সচেতনতা বার্তাও দেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584