নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
এস.টি,এস.সি সম্প্রদায় কে নিয়ে শিল্প সচেতনতা ও প্রশিক্ষণ শিবির আয়োজিত হল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের পথ সাথীতে।এদিন কেন্দ্র সরকারের একটি সংস্থা ও রাজ্য সরকারের শিল্প দফতরের উদ্যোগে এই সচেতনতামূলক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।
কিভাবে একটি ছোট্ট শিল্পকে বড় শিল্পে পরিণত করা যায়।সরকারি সুযোগ-সুবিধা কিভাবে পাওয়া যায়।যে কোনো ছোটখাটো শিল্প করতে গেলে এখন প্রায় সবার ব্যাংকিং ব্যবস্থার প্রয়োজন হয় তাই ব্যাঙ্কের সুযোগ গুলি কিভাবে নেওয়া যেতে পারে।
ক্ষুদ্র ও কুটির শিল্প গুলিকে সরকারিভাবে নথিভূক্ত কিভাবে করা যাবে।উৎপাদিত পণ্য বাজারে কিভাবে পৌঁছানো যায়।এছাড়াও মানুষের দৈনন্দিন জীবনে ক্ষুদ্র ও কুটির শিল্পের কতটা প্রয়োজন প্রভৃতি বিষয়গুলি আলোচনা ও সচেতন করা হয়।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-পশ্চিম মেদিনীপুর জেলাপরিষদের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের কর্মাধ্যক্ষ শৈবাল গিরি,এন এস আইসির অধিকর্তা এস.প্রকাশ ,এন এস আই সির ডেপুটি ম্যানেজার এইচ.কে সাহা ,ডি.আই .সির জেনারেল ম্যানেজার দেবব্রত রায় সহ অন্যান্যরা।এদিন ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের পশ্চিম মেদিনীপুর জেলার কর্মধ্যক্ষ শৈবাল গিরি বলেন ”
বিদ্যুৎ চুরির ব্যাপারে পশ্চিম মেদিনীপুর এক নম্বর স্থান অধিকার করেছে ,এটা শুনতে লজ্জা লাগে।আমরা সেই মেদিনীপুরের লোক যেখান থেকে স্বাধীনতা সংগ্রামের অনেক ইতিহাস রয়েছে আর সেখানে এখন চুরিতে প্রথম স্থান অধিকার করেছে।
আরও পড়ুনঃ উৎসর্গ মেদিনীপুরের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা অভিযান ও জল বাঁচাও কর্মসূচি
আমি আপনাদের বলছি দয়া করে কেউ হুকিং করবেন না।আর জমিতে চাষের জন্য ট্রান্সফরমারের প্রয়োজন হয় অনেক কন্ট্রাক্টর ,ফোড়ে,দালাল রয়েছে যারা কুড়ি পঁচিশ হাজার টাকার বিনিময়ে এগুলি করে থাকে ওদের পাল্লায় পড়বেন না।
আমাদের জেলা পরিষদ এছাড়াও আপনাদের কাছে বিডিও ,এসডিও বিভিন্ন দফতর রয়েছে ওদের ওখানে যান আপনাদের সমস্যার কথা বলুন।নিশ্চয়ই ব্যবস্থা করা হবে ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584