সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
কলকাতায় শান্তি মিছিলে যোগ দিতে গিয়ে আক্রান্ত হলেন চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা জয়পাল মন্ডল।
আক্রান্তের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রতিবাদে যোগ দেওয়ার জন্য আজ কলকাতার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেওয়ার পরে চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের হরিশপুর গ্রামের মোড়ে এসে পৌঁছালে, জয়পাল মণ্ডলকে ঘিরে ফেলে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা।
আরও পড়ুনঃ বাঘাযতীনে আক্রান্ত চলচ্চিত্র নির্মাতা, দুষ্কৃতীদের মুখে ‘জয় শ্রী রাম’ ধ্বনি
এরপর তাঁকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। জানা গেছে, লোহার রড দিয়ে মাথা-সহ শরীরের বিভিন্ন জায়গায় প্রহার করা হয়। এতে জয়পাল মন্ডল মাটিতে লুটিয়ে পড়ে আর্তনাদ করলে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে কুলপি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।
বিজেপি-তৃণমূলের এই গোষ্ঠী কোন্দলের ঘটনা তৃণমূল পুরোপুরি অস্বীকার করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584