নেতাদের দল বদল,জমির প্রশ্নে ঝাণ্ডা কাঁধে মিছিল

0
187

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ

The team of the leaders changed
নিজস্ব চিত্র

অব্যাতহ রক্তক্ষরণ। মুর্শিদাবাদে নবগ্রামের বিধায়ক কানাই মন্ডলের পর তৃণমূলে যোগ দিলেন বাম বিধায়ক আব্দুর রাজ্জাক মন্ডল
এরই মধ্যে অক্সিজেন খুঁজতে কৃষক খেতমজুর ফ্রন্টকে মাঠে নামাল মুর্শিদাবাদের সিপিআই(এম)।
১৭ তারিখ পলাশী চিনি কল খোলা এবং অতিরিক্ত জমি চাষিদের মধ্যে বিলিয়ে দেওয়ার দাবিতে পলাশীর জানকীনগর হাইমাদ্রাসার মাঠে সভা করে কৃষক সংগঠন। সভায় বক্তা ছিলেন লং মার্চের নেতা ডঃ বিজু কৃষ্ণণ সহ রাজ্যের নেতারা।
এই সভা নদীয়া এবং মুর্শিদাবাদের যৌথ হলেও মহামিছিল করে সভায় যোগ দেন মুর্শিদাবাদের বাম কর্মীরা।মিছিল আকারে ছিল বেশ বড়।সামনে দেখা যায় সিপিআই(এম) নেতা নৃপেন চৌধুরী, মৃগাঙ্ক ভট্টাচার্যকে।
রেজিনগর থেকে ৩৪ নং জাতীয় সড়ক ধরে মিছিল যায় পলাশী। দীর্ঘ দিন পর এলাকায় লাল ঝান্ডার দাপট দেখতে উৎসাহী ছিলেন এলাকার মানুষও।
সিঙ্গুরে যে জমির প্রশ্নেই পতন শুরু পলাশীতে সেই জমির প্রশ্ন তুলেই হারানো মাটি ফেরত পেতে চাইছে সিপিআই(এম)।

The team of the leaders changed
নিজস্ব চিত্র

নেতাদের অভিযোগ, পলাশীতে খৈতানের চিনি কারখানা বন্ধ আছে দীর্ঘ দিন।হয় না উৎপাদন।মাটির দাললদের হাতে জমি তুলে দিচ্ছে কোম্পানি।
যদিও স্থানীরা জানান এই সমস্যা বাম আমল থেকেই।কৃষক সভাও স্বীকার করে নিয়েছে ২০০২ সালে অতিরিক্ত জমি ছেড়ে দিতে কোম্পানিকে নোটিশ দেয় সরকার।২০০২ থেকে ২০১১ সরকারের ভূমিকা নিয়ে অবশ্য কোন সদুত্তর মেলেনি।
জমি জটে কতটা জোটে সিপিআই(এম) এর জমি?এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

The team of the leaders changed
নিজস্ব চিত্র

আরও পড়ুন: লালা ঝান্ডা ছেড়ে তৃণমূলের ঘাটে তরী বাঁধলেন রাজ্জাক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here