সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
বারুইপুর দত্তপাড়া মাঝের হাটে লোকনাথ মন্দির ভস্মীভূত হওয়ায় ক্ষোভ স্থানীয়দের মধ্যে।রাত্রে এলাকায় মদ জুয়া চুরি ছিনতাই এবং সমাজ বিরোধীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে,বার বার বারুইপুর থানায় খবর দিয়েও কোন সুরাহা হচ্ছে না।মন্দির ভস্মীভূত হওয়ায় প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
বছর দুয়েক পূর্বে মাঝেরহাট প্রধান রাস্তার পাশে গ্রামের মানুষের সাহায্যে অস্থায়ী এই লোকনাথ মন্দিরটি গড়ে ওঠে।স্থানীয় পঞ্চায়েত সদস্য মোহাঃ আমজাদ হোসেন সর্দার জানান যে,আগামীতে এই মন্দিরটি পাকা স্থায়ী মন্দির করারা কথা চলছিল কিন্তু তারা আগেই পুড়ে গেল।
আরও পড়ুনঃ ভোররাতে আগুনে ভস্মীভূত বাসগৃহ
প্রতিদিনের মত গতকালকেও রাত্রি সড়ে নয়টা পর্যন্ত স্থানীয় যুবকরা মন্দিরে আড্ডা দিয়ে বাড়ি ফেরে সকালে উঠে দেখে মন্দির ভস্মীভূত।বারুইপুর থানায় খবর দিলে পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584