নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
আজ দুপুরে কাশ্মীরে আবার সন্ত্রাসবাদী হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। শ্রীনগরের কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের কাছে বিস্ফোরণ ঘটে। পিটিআই সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের স্যার সৈয়দ গেটের কাছে দাঁড়িয়ে থাকা বেশ কিছু মানুষ আহত হয়েছেন।
Jammu and Kashmir: 2 people injured in a grenade blast near Kashmir University gate in Srinagar. More details awaited. pic.twitter.com/pta3tPqsXF
— ANI (@ANI) November 26, 2019
আরও পড়ুনঃ সংবিধান দিবসে সংসদে বিচারপতিদের আমন্ত্রণ মোদির, বাইরে বিক্ষোভ কংগ্রেসের
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে স্যার সৈয়দ গেটের কাছে দাঁড়িয়েছিলেন বেশ কয়েকজন মানুষ। আর তখনই ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণের আশঙ্কা থাকায় জম্মু ও কাশ্মীর পুলিশ এক বিজ্ঞপ্তিতে উপত্যকার মানুষদের এমন এনকাউন্টার অঞ্চলে না যাওয়ার অনুরোধ জানিয়েছিল। এই অনুরোধের ঠিক একদিন পরেই ঘটল এই আক্রমণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584