পাকিস্তানের মাটিতে টেষ্ট ক্রিকেট

0
49

মনোদীপ ব্যানার্জী, স্পোর্টস ডেস্কঃ

দীর্ঘ এক দশক পর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে টেষ্ট ম্যাচ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাব মেনে নিয়ে সেখানে টেষ্ট খেলার সম্মতি জানিয়েছে শ্রীলঙ্কা।

the test cricket in pakistan | newsfront.co
ছবিঃ টুইটার

চলতি বছরেই শুরু হবে পাকিস্তান ও শ্রীলঙ্কার টেষ্ট সিরিজ। আগামী ১১ ডিসেম্বর পাকিস্তান-শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেষ্ট হবে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে।

আরও পড়ুনঃ চিফ জাস্টিশকে লেখা প্রধানমন্ত্রীর চিঠিতে ভাইরাল নেট দুনিয়া

ঘটনাচক্রে ২০০৯ সালে এই শ্রীলঙ্কার সঙ্গেই পাকিস্তান নিজেদের ঘরে শেষবার ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটের স্বাদ পেয়েছিল। এরপরে টানা ৬ বছর পাকিস্তানের মাটিতে কোনও আন্তর্জাতিক ম্যাচ হয়নি।

পিসিবি-র ডিরেক্টর জাকির খান একটি বিবৃতিতে জানিয়েছেন, “পাকিস্তান ক্রিকেটের জন্য এটা দুর্দান্ত খবর। এর সঙ্গে এটাও প্রমাণ করে দিচ্ছে যে বিশ্বের আর পাঁচটা দেশের মতোই পাকিস্তান নিরাপদ। এখানে নিশ্চিন্তে ক্রিকেট খেলা যায়। আমরা শ্রীলঙ্কা ক্রিকেটের কাছে কৃতজ্ঞ। ওরা ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে দল পাঠানোর জন্য রাজি হয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here