নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ
পুরাতন ঝাড়গ্রাম সর্বজনীন দুর্গাপুজা এবার ৮৯ তম বর্ষ। পুজোর বাজেট ১২ লক্ষ টাকা। পুজোর থিম ‘জলই জীবন’। মণ্ডপ তৈরির দায়িত্বে রয়েছে বিশিষ্ট শিল্পী তপন মাহালি। জল অপচয়ের ফলে আগামী দিনে যে জল সঙ্কট তৈরি হবে ফুটিয়ে তোলা হবে এই পুজোর মাধ্যমে।
মন্ডপের সামনেই থাকবে একটি সুন্দর পরিবেশ, বড় বড় আকৃতির ফুল। মন্ডপে ঢোকার মুখে দেখা যাবে দু’টি বিশালকৃতির রুক্ষ হাত বৃষ্টির জল চাইছে।
এছাড়াও মন্ডপের বাইরে দেখা যাবে বৃষ্টির জল কিভাবে সংরক্ষণ। সবজু পৃথিবীর আদলে মন্ডপটি তৈরি করা হচ্ছে। সবুজ পৃথিবীর উপর থাকবে গ্রীন সিটি।
আরও পড়ুনঃ ঝাড়গ্রাম শহরের পূর্বাশায় এবছরের পুজোর আকর্ষণ এক হাজার হাতের দুর্গা
সেখানে সৌরশক্তির ব্যবহার দেখা যাবে। মন্ডপের ভিতরে ঢুকলেই দেখা যাবে কৃত্রিম ভাবে বৃষ্টি হচ্ছে। একটি সদ্যোজাত শিশু সবুজ পাতার উপরে থাকবে। তার উপর থেকে জলের ফোঁটার মাধ্যমে ভ্রণ নেমে আসছে। জলই যে প্রাণ তা বার্তা দেওয়া হবে।
প্রতিমাতে থাকছে বিশেষত্ব। গাছ ও ফুলের আদলে মন্ডপ তৈরি করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সরকারি সচেতনতার বার্তা থাকবে পুজো থেকে।
এছাড়াও দশমীতে রয়েছে রাবণপোড়া ও বিভিন্ন আতসবাজীর প্রদর্শনী। পুজো কমিটির সম্পাদক অরণ্য হাজরা বলেন, জলের অপচয় বন্ধ করা ও জলের ভূমিকা যে মানুষের জীবনে অপরিহার্য তা আমাদের পুজো থেকে বার্তা দেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584