কালীপুজোর থিমে মশাবাহিত রোগ প্রতিরোধের বার্তা

0
61

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:

ডেঙ্গু ও ম্যালেরিয়া রোধের থিম নিয়ে এবার কালীপুজো করছে আলিপুরদুয়ার শহরের স্বামীজি ক্লাব বেলতলা। কালীপুজো বলতেই আলিপুরদুয়ার শহরের সকলের মুখে আগে আসে এই ক্লাবের নাম। এই ক্লাবের কালীপুজো এবার ৬৮ বছরে পড়ল।

the theme of kali puja | newsfront.co
নিজস্ব চিত্র

ক্লাবের কালীপুজো কমিটির তরফে জানা গিয়েছে, এই বছর ক্লাবের কালীপুজোর বাজেট ১০ লক্ষ টাকা। কাল্পনিক প্যান্ডেল তৈরি হচ্ছে বাঁশ, কাপড় এবং প্লাস্টার অব প্যারিস দিয়ে।

the theme of kali puja | newsfront.co
পুজো কমিটির সম্পাদক মলয় দে। নিজস্ব চিত্র

কাল্পনিক কালী মন্ডপের উচ্চতা হবে ৫০ ফুট। মন্ডপ চওড়ায় ৬০ ফুট। এবার চন্দনগরের আলোর ঝলকানিতে দর্শকদের মোহিত করা হবে। আলিপুরদুয়ার কোর্ট রেল গেট থেকে ক্লাব প্রাঙ্গনে কালী মন্ডপ পর্যন্ত চন্দননগরের আলোকসজ্জা দিয়ে রাস্তার দুই ধার সাজিয়ে তোলা হবে।

আরও পড়ুনঃ ধর্মীয় বিভেদ যেখানে বিস্ময়, অন্য কালীপুজোর আয়োজন মহেন্দ্রপুরে

শুধু তাই নয়, এ বার এই কালীপুজোর অন্যতম আকর্ষন হচ্ছে ৩ দিন ব্যাপী সাংকৃতিক বিচিত্রানুষ্ঠান। কলকাতা থেকে জাদুকর এনে ম্যাজিক শো দেখানো হবে শুমাত্র ছোটোদের জন্য। স্থানীয় ও শিলিগুড়ির শিল্পীদের নানান বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে।

স্বামীজি ক্লাব বেলতলার(পুজো কমিটির) সম্পাদক মলয় দে বলেন, “ পুজোর বাজেট আমাদের কাছে বড় কথা নয়। কিন্তু এ বছর জেলার বিভিন্ন প্রান্তে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রভাব লক্ষ্য করা গেছে। ডেঙ্গুতে এই জেলায় মৃত্যু পর্যন্ত হয়েছে। সেই কারনে এবার আমরা ডেঙ্গু ম্যালেরিয়া রোধের ভাবনা নিয়ে কালীপুজো করছি। কালীপুজোর সময় প্রচুর দুঃস্থ্ মানুষদের মশারি ও কম্বল বিতরণ করা হবে। মন্ডপ জুড়ে থাকবে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোধে নানান প্রচার।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here