সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চোর পাকড়াও মাথাভাঙ্গায়

0
26

মনিরুল হক, কোচবিহারঃ

শেষ পর্যন্ত দোকানের সিসিটিভির ফুটেজকে কাজে লাগিয়ে চুরির টাকা উদ্ধার করল পুলিশ। বামাল গ্রেপ্তার হল চোরও। গত তিন দিন আগে মাথাভাঙা বাজার এলাকায় এক লটারির দোকানে টাকা চুরি হয়।

ধৃত। নিজস্ব চিত্র

ওই লটারি ব্যবসায়ীর দাবী তার মোট ১ লক্ষ ৮৯ হাজার টাকা সহ কিছু লটারি টিকিট খোয়া যায়। পরে বিষয়টি পুলিশের কাছে অভিযোগ করা হয়।

এরপর মাথাভাঙ্গার পুলিশ তদন্তে নেমে দোকানের সিসিটিভি পরীক্ষা করে চুরির অভিযোগে এক ব্যাক্তিকে সনাক্ত করেন। পরে তাকে জিজ্ঞাসা বাদ করে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ পুজো শেষ হতেই শুরু চোরের উপদ্রব, তালা ভেঙ্গে চুরি ৪০ হাজার টাকা

পুলিশ জানা গেছে, ধৃতের নাম জীবন সরকার ( ২৬)। গত তিন দিন আগে মাথাভাঙা বাজার এলাকায় এক লটারির দোকান থেকে টাকা ও লটারি টিকিট চুরি করে সে।

সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করা হয়। এর পর মাথাভাঙা ১নং ব্লকের বৈরাগীর হাট গ্রাম পঞ্চায়েত এলাকার জমির ডাঙ্গা এলাকা থেকে জীবন সরকার নামে ওই ব্যাক্তিকে প্রথমে আটক করা হয় পরে তার কাছ থেকে ১ লক্ষ ৯ হাজার ৪০০ টাকা সমেত কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে আটক ওই ব্যক্তিকে আদালতে পাঠানো হয়। মাথাভাঙ্গা আদালত ধৃতকে ১০ দিনের পুলিশ নির্দেশ দেয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here