পিয়ালী দাস,বীরভূমঃ

রামপুরহাটে পুলিশের হাতে ধৃত তেরো জন গোরু পাচারকারী।তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একুশটি গরু।আটক করা হয় দুটি গাড়িও।আজ ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
এদিন রামপুরহাটের মনসুবা মোড়ে রামপুরহাট থানার আই.সি আবু সেলিমের নেতৃত্বে ধরা পড়ে গরু পাচারচক্রের তেরো জন। জেরায় ধৃতরা জানায়,তারা সবাই মুর্শিদাবাদের বাসিন্দা। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে রামপুরহাটে একটি গরুর হাট বসে।সেই হাট থেকে বহুদিন ধরেই গোরু কিনে অবৈধভাবে তা পাচার করা হয় পাশের জেলাগুলিতে। এমনকি বাংলাদেশেও।
আরও পড়ুনঃ গরু সহ ছয় বাংলাদেশী পাচারকারী গ্রেফতার
কয়েকমাস আগেও মোষ পাচার করতে গিয়ে একটি মোষ বোঝাই কন্টেনার উলটে যায় মল্লারপুরের কাছে রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নং জাতীয় সড়কে।তবে সেই ঘটনার পরও পুলিশ পাচার রুখতে তেমন কোনও পদক্ষেপ করে নি,এমনটাই অভিযোগ স্থানীয়দের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584