পুলিশ সুপারের অফিসের সামনে পুলিশকে দেখে নেওয়ার হুমকি

0
74

পিয়ালী দাস,বীরভূমঃ

the warning to police
নিজস্ব চিত্র

ক্রমশ আইন নিজের হাতে তুলে নেবার জন্য সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মীদের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বীরভূম জেলার বিজেপি নেতারা।সোমবার বিজেপির এসপি অফিস ঘেরাওয়ের কর্মসূচি থেকে পুলিশকে উদ্দেশ্য করে হুমকি দিলেন বীরভূম জেলা বিজেপির সাধারণ সম্পাদক কালোসোনা মন্ডল।

তিনি বলেন, ‘যেসব তৃণমূল নেতারা কাটমানি নিয়েছে তাদের বাড়ি থেকে গলায় গামছা দিয়ে টেনে বার করে রাস্তায় নিয়ে আসুন।তারপর তার হিসাব করুন।

আর এই কাজ করতে গিয়ে যদি পুলিশ বিজেপি কর্মীদের বিরুদ্ধে মামলা দেয় তাহলে পুলিশের কাছ থেকে তা কড়ায়-গণ্ডায় উসুল করে নেবো।’

আরও পড়ুনঃ তৃণমূল নেতার বাড়িতে হুমকি পোস্টার,চাঞ্চল্য এলাকায়

বিজেপি নেতাদের লাগাতার এই ধরনের হুমকির জেরে বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে আক্রান্ত হচ্ছে তৃণমূল কর্মীরা।বীরভূমের ময়ূরেশ্বরে তৃণমূল কর্মীদেরকে মারধর করা হয়।

হামলা চালানো হয় নেতাদের বাড়িতে।পুড়িয়ে দেওয়া হয় বাইক।ভাঙচুর করা হয় বাড়ি।এই ঘটনায় চারজন তৃণমূল কর্মী আহত হয়েছে। কর্মীদেরকে উত্তেজিত করে তৃণমূল কর্মীদের পেছনে লেলিয়ে দেওয়া হচ্ছে বলেই দাবি জেলা তৃণমূল নেতৃত্বের।

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন ভাবে উস্কানিমূলক বক্তব্য বিভিন্ন মঞ্চ থেকে বিজেপি নেতারা রাখছে।সোমবারে পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি ছিল,পুলিশ সুপারের অফিসের সামনে থেকেই পুলিশ দেখে নেওয়ার হুমকি দিল বিজেপি নেতা কালোসোনা মন্ডল।

বীরভূম জেলা সভাধিপতি বিকাশ রায় চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা দাবি করে আসছি বিজেপি অসহিষ্ণু রাজনৈতিক দল,তাদের মধ্যে ধৈর্য শক্তি একেবারেই নেই,গণতন্ত্রে তারা বিশ্বাস করেন না,তাই যেমন রাজনৈতিক দল তেমনি বক্তব্য হবে দলের নেতার।

এই ধরনের উস্কানিমূলক বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই।’ বীরভূম জেলার পুলিশ সুপার শ্যাম সিং বলেন , যে বা যিনি গন্ডগোল পাকানোর চেষ্টা করবেন পুলিশ তাদের বিরুদ্ধে আইনত কড়া পদক্ষেপ নেবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here