তৃণমূল প্রধানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিক্ষোভ বিজেপির

0
20

মনিরুল হক, কোচবিহারঃ

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে ৪০ লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি। আজ কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়ি থানায় ওই বিক্ষোভ দেখায় বিজেপি। তাদের দাবি, অভিযুক্ত প্রধানকে গ্রেপ্তার করতে হবে। যদিও অভিযুক্ত কোচবিহার ২ নম্বর ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান যোগেশ বর্মণ বিজেপির তোলা ওই অভিযোগ অস্বীকার করেছে।

বিক্ষোভকারী। নিজস্ব চিত্র

স্থানীয় বিজেপি নেতা সুকুমার সরকার অভিযোগ করে জানিয়েছেন, স্থানীয় পাঁচ যুবক চঞ্চল রায়, টগেন রায়, বিশাল রায়, শেখর রায় ও অমল রায়ের কাছে চাকরি দেওয়ার নাম করে ৪০ লক্ষ টাকা নিয়েছেন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান যোগেশ বর্মণ। শুধু তাই নয়, চাপে পড়ে অভিযুক্ত প্রধান স্বাস্থ্য দফতরের ভুয়ো নিয়োগপত্র দেন প্রধান। সেই নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে না পারলে প্রতারণার শিকার ওই যুবকরা টাকা ফেরত দেওয়ার দাবি জানায়। কিন্তু সেটাও দেওয়া হচ্ছে না।

ওই বিজেপি নেতা বলেন, “প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার পাশাপাশি অভিযুক্ত প্রধানকে গ্রেপ্তার করার জন্য অভিযোগ করা হয়েছে। এদিন বিক্ষোভ দেখানো হল। এরপরেও পুলিশ তাঁকে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
অন্যদিকে অভিযুক্ত ওই প্রধান চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, “আমাদের বাড়িতে এসে কয়েকজন যুবক হামলা চালায়। আমি তাদের নামে পুন্ডিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করি। এখন শুনতে পারছি তারাই আমার নামে প্রতারণার অভিযোগ এনেছে। কিন্তু আমি চাকরি দেওয়ার নাম করে কারো কাছে টাকা নেই নি। ভুয়ো নিয়োগপত্র দেওয়ার তো প্রশ্নই আসে না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here