নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
লোকসভা ভোটের ফলাফলের পর রাজ্য জুড়ে দলবদলের ঘটনা অব্যাহত।সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ময়রাকাটা বিজেপি পার্টি অফিসে তৃণমূলের প্রায় ২০০ জন কর্মীদের নিয়ে যোগদান করলেন ধাদিকা গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা পাল।
এই দলবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সাংসদ কুনার হেমরম ও বিজেপির জেলা সভাপতি সমিত দাস,মদন রুইদাস সহ অন্যান্য নেতারা।উল্লেখ্য কিছুদিন আগেই এই গড়বেতা বিধানসভার জোগার ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা বিজেপিতে যোগ দেন।
আরও পড়ুনঃ তৃণমূল শ্রমিক সংগঠন ছেড়ে সিআইটিইউ-তে যোগদান
যোগারডাঙ্গা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে চলে আসে,এদিনও গড়বেতার বিজেপির দলীয় কার্যালয়ে এক ঝাঁক তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেন,তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সমিত দাস ও ঝাড়গ্রাম কেন্দ্রের বিজেপি সাংসদ কুণার হেমব্রম।
বিজেপিতে যোগ দিয়ে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান টুম্পা পাল জানান,”গ্রাম পঞ্চায়েত এলাকায় আরও বেশি উন্নয়ন করতে মোদিজির হাত শক্ত করতে আমি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলাম,আগামী দিনে আরো গ্রাম পঞ্চায়েতের সদস্যরা বিজেপিতে যোগদান করবে।” কার্যত প্রধানকে দলে ভিড়িয়ে ধাদিকা গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি।
প্রসঙ্গত উল্লেখ্য পঞ্চায়েত ভোটের পর আড়াই বছর কোন পঞ্চায়েতে রদবদল করা যাবে না এই মর্মে অর্ডিন্যান্স জারি হয়েছে সমস্ত গ্রাম পঞ্চায়েতে, তাই গ্রাম পঞ্চায়েত সদস্যরা তৃণমূলের থাকলেও প্রধান বিজেপিতে যোগ দেওয়ায় ওই পঞ্চায়েত বিজেপির দখলে বলেই জানান বিজেপি জেলা সভাপতি।তিনি আরো জানান শুধু গড়বেতার বিধায়ক নন তৃণমূলের সমস্ত নেতা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে বিজেপিতে যোগ দেওয়ার জন্য।
তিনি আরও বলেন আগামী দু মাসের মধ্যে তৃণমূলের যে সব ভদ্র নেতারা রয়েছেন,যাঁরা দলে থেকেও নিঃশ্বাস নিতে পারছেন না,আগামী দিনে তাঁরা বিজেপিতে যোগদান করবেন,সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে রদবদলের খেলা জমে উঠেছে এটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।এর পাশাপাশি গড়বেতা কলেজ মাঠ থেকে গোটা গড়বেতা শহরে বিজয় মিছিল করে এলাকা প্রদক্ষিণ করে বিজেপি নেতা সহ কর্মী সর্মথকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584