সুদীপ পাল,বর্ধমানঃ
পশ্চিম বর্ধমানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপক প্রচার করেছেন। দুর্গাপুরের ভিড়িঙ্গী মোড় থেকে প্রান্তিকা পর্যন্ত মুখ্যমন্ত্রী পদযাত্রা করেছিলেন। সেই পদযাত্রায় অংশ নেওয়ার দায়ে এক তৃণমূল কংগ্রেস কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে।
দুর্গাপুরের বেনাচিতির নেতাজি নগর কলোনির ডি-ব্লকের ঘটনা। আহত তৃণমূল কংগ্রেস কর্মীর নাম ভোলা পাসোয়ান। অভিযোগ ভোলাবাবুকে মারধর করা হয়। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। শুধু তাই নয় বাড়ি ও বাইক ভাঙচুর করা হয়। এই ঘটনার পর দুর্গাপুরে ব্যাপক চাঞ্চল্য দেখা যায়।
আরও পড়ুনঃ স্কুলে এসে অ্যাসিডে আক্রান্ত পড়ুয়া
বিজেপি কর্মী অতুল বাগদির নামে অভিযোগ জানিয়েছেন তৃণমূল কর্মী। তৃণমূল কর্মীর অভিযোগ, মারধরের সময় একজন প্রত্যক্ষদর্শী মহিলা ছিলেন। বিজেপি কর্মীরা তাঁকেও ছেড়ে দেয়নি। তাঁকেও মারধর করে। তৃণমূল কর্মীর এই অভিযোগ মেনে নেননি বিজেপি কর্মী।
তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ভোলা পাসোয়ান মদ্যপ ছিলেন। সেই অবস্থায় মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করছিলেন। তাঁকে মারার কথা স্বীকার করেছেন। তবে এই ঘটনার সাথে মুখ্যমন্ত্রীর পদযাত্রায় তৃণমূল কর্মী অংশগ্রহণ করেছিল কিনা তা নিয়ে কোনো সম্পর্ক নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584