গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল নেতার

0
37

মোহনা বিশ্বাস, হুগলীঃ

শুক্রবার রাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল তৃণমূল নেতা ইনসার মল্লিকের। বাইক চালিয়ে বাড়ি ফেরার সময় গুলিবিদ্ধ হন তিনি। কালনার বেগমপুরের নারায়ণপুর গ্রামের ঘটনা এটি। ইনসার মল্লিককে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। তারপর গুরুতর আহত অবস্থায় কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই তৃণমূল নেতাকে।

the tmc leader shot dead | newsfront.co
নিজস্ব চিত্র

অবস্থার অবনতি হওয়ায় ইনসার মল্লিককে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই মাঝ রাস্তায় মৃত্যু হয় তাঁর। এরপর তৃণমূল নেতার মরদেহ নিয়ে যাওয়া হয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে।

আরও পড়ুনঃ বেলদাতে পথ দুর্ঘটনায় আহত ১, মৃত ১

তবে কী কারণে ইনসার মল্লিককে খুন করল দুষ্কৃতীরা, তা ক্ষতিয়ে দেখছে পুলিশ। এর আগেও ওই একই জায়গায় ইনসার মল্লিককে গুলি করে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা। বারবার কেন ওই তৃণমূল নেতাকে খুনের চেষ্টা করা হচ্ছে তা নিয়ে ধন্দে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here