বিজেপি কর্মীর বাড়িতে তৃণমূল সাংসদ,শুনলেন অভাব অভিযোগ

0
52

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

দিদিকে বলো কর্মসূচিতে বিজেপির কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারলেন মথুরাপুর কেন্দ্রের সাংসদ চৌধুরী মোহন জাটুয়া।দিদির নির্দেশ মেনে দিদিকে বলো কর্মসূচিতে রায়দিঘীর পূর্বকামালপুরে ১৪ নং সংসদ এলাকায় বাড়ি বিজেপির অঞ্চল কমিটির সদস্য তপন কপাটের বাড়িতে খাওয়া দাওয়া করেন।

চলছে মধ্যহ্নভোজ।নিজস্ব চিত্র

তপন কপাটের দাবি দলীয় ভাবে নয় সাংসদ ভাবে পেয়েছেন চৌধুরী মোহন জাটুয়াকে। এলাকার রাস্তাঘাট বেহাল।হাসপাতালে ডাক্তার নেই।

যে একজন ডাক্তার রয়েছে তার পক্ষে সমস্ত কিছু দেখা সম্ভব হচ্ছে না ব্রিজের অবস্থা খুবই খারাপ বিশেষ করে রাস্তার উপর ইট বালি সিমেন্ট এর ব্যবসার ফলে সব সময় রাস্তায় জমজমাট সেদিকে লক্ষ্য দেওয়া প্রয়োজন আছে বলে অভিযোগ করেছেন।বাড়িতে এসেছেন আপ্যায়ন করছেন সপরিবারে।

দিদিকে বলো কর্মসূচির প্রচার।নিজস্ব চিত্র

এমপি হিসাবে এসেছেন দলিয় ভাবে নয়।দু’লক্ষ বেশি ভোটে জিতেছে তিন।তাই সবাই তৃনমূল দলের মানুষ মনে করি এমপি হিসাবে সবাই আমার কাছের লোক আমি এখানে কোন দল দেখছি না।যদিও নাটকীয় ভাব বলে দাবি জেলা বিজেপি সহসভাপতির।

আরও পড়ুনঃ দিদিকে বলো কর্মসূচির প্রচারে ডোমকল পৌরসভার চেয়ারম্যান

নিজস্ব চিত্র

এই বুথ বরাবরি বিজেপির।আজও তৃণমূল বুথ দখলে আনতে পারেনি।২১শে লক্ষ্য করে নাটক শুরু করেছেন। যদিও এদিন বিজেপির কর্মীর বাড়িতে সাংসদের অভিযোগ জানাতে হাজির এলাকাবাসি।প্রশ্ন উঠছে রাজনৈতিক দোলাচলে ক্লিনচিট দিচ্ছে তৃনমূল।বিজেপির সক্রিয় কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজে উঠছে প্রশ্ন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here