শীতলখুচিতে তৃণমূলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

0
83

মনিরুল হক,কোচবিহারঃ

the tmc office broken by bjp
নিজস্ব চিত্র

লোকসভা ভোটের ফল ঘোষণা হতেই শীতলখুচিতে তৃনমূল কংগ্রেসের একাধিক পার্টি অফিস ভাঙচুর করে দখল নেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।তৃনমূল কংগ্রেসের অভিযোগ,গতকাল ভোটের ফল প্রকাশ হওয়ার পর শীতলখুচি ব্লকের একাধিক পার্টি অফিস দখল করে নেয় বিজেপির কর্মী সমর্থকরা। এরপর দলীয় কার্যালয়ের সমস্ত আসবাবপত্র, টিভি, দলীয় পতাকা ইত্যাদি রাস্তায় ফেলে আগুন লাগানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

যদিও তৃনমূলের ওই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের শীতলখুচি ব্লক সভাপতি আবেদ আলি মিয়াঁ বলেন, ‘ভোটের ফল প্রকাশ হওয়ার পর থেকেই আমাদের দলীয় কার্যালয়গুলিতে কোথাও তালা লাগিয়েছে আবার কোথাও ভেঙ্গে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে বিজেপি সমর্থকরা।

আরও পড়ুনঃ ফল প্রকাশের পর কালনায় ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকরা

ভাঙচুর করেছে দলীয় কার্যালয়ের সমস্ত আসবাবপত্র, টিভি সব কিছু। এমনকি ব্লকের বিভিন্ন পার্টি অফিস দখল করে নিয়েছে বিজেপি।’যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি হেমচন্দ্র বর্মন। তিনি বলেন, ‘আমাদের কর্মীরা সংযত রয়েছে। ওরা নিজেরাই এ কাজ করে, শীতলখুচির পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে তৃনমূল।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here