নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
গতকাল রাতে রাজ্য পুলিশের এক আধিকারিককে সিবিআই এর দ্বারা হেনস্থা করার প্রতিবাদে গতকাল রাত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মেট্রো চ্যানেলের সামনে ধর্ণায় বসেছেন।তৃণমূল নেত্রীর নির্দেশে আজ সকাল থেকে সারা রাজ্য জুড়ে ঐ ঘটনার প্রতিবাদে পথে নেমেছে তৃণমূলের নেতা কর্মীরা।
আরও পড়ুন: তৃণমূলের আক্রমনের প্রতিবাদে বিজেপির পথ অবরোধ
তারই অঙ্গ হিসেবে আজ পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের পক্ষ থেকে শহরের গান্ধী মূর্তির পাদদেশে গতকালের ঘটনার প্রতিবাদে অবস্থান শুরু করলো দলীয় নেতা ও কর্মী সমর্থকরা।এদিন সকলেই মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদে সোচ্চার হন। শতাধিক দলীয় কর্মীরা যোগ দেয় মিছিলে। দলের জেলা সভাপতি অজিত মাইতি জানান, আজ সারা জেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি নেবে তৃণমূল কংগ্রেস।আমরাও প্রত্যেকটি ব্লকে ব্লকে এবং অঞ্চলে অঞ্চলে একাধিক প্রতিবাদ কর্মসূচি নিয়েছি। গতকালের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আমাদের এই গণতান্ত্রিক আন্দোলন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584