নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত দাঁতন ২ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ব্ল্যাক মানি ফেরতের দাবিতে একটি মিছিল ও পথসভা আয়োজন করা হয়।এদিন দাঁতন ২ ব্লকের ধনেশ্বরপুরের দলীয় কার্যালয় থেকে খাকুরদা বাজার পর্যন্ত মিছিল সংঘটিত হয়।পরে একটি পথসভার আয়োজন করা হয়।
প্রথমে ছিল কাটমানি,এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে ফেরত দিতে হবে সব ব্ল্যাকমানি।বিজেপি কর্মী থেকে নেতৃত্ব সকলের কাছ থেকে ব্ল্যাকমানি ফেরতের দাবি জানিয়ে বুথ স্তর পর্যন্ত নেতা কর্মীদের নির্দেশ দিয়েছিল তৃণমূল সুপ্রিমো।
আরও পড়ুনঃ ‘ব্ল্যাক মানি’ ইস্যুতে কোচবিহারে তৃণমূলের মিছিল
তারই সরজমিনে নামলেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান।উপস্থিত ছিলেন জেলা পরিষদের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের কর্মাধক্ষ্য শৈবাল গিরি,ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি আতাউর মল্লিক প্রমুখ নেতৃত্ব।
প্রায় পাঁচ শতাধিক কর্মীদের নিয়ে এদিনের এই মিছিলও,সংগঠিত হয়।ব্ল্যাকমানি ফেরতের দাবিতে পথে হাঁটেন বিধায়ক।পরে ছোট পথসভার মাধ্যমে তৃণমূল কর্মীদের নির্দেশ দেওয়া হয় বিজেপি কর্মী-নেতৃত্বদের কাছ থেকে ব্ল্যাকমানি আদায়ের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584