‘হীরক রাজার দেশে’ ব্যাঙ্গোক্তি দিয়ে সিএএ-র প্রতিবাদে মুখর টলিউড শিল্পীরা

0
472

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

সিএএ-র প্রতিবাদে যখন গোটা দেশ উত্তাল, রাজধানী দিল্লির জামিয়া মিলিয়া-আলিগড়ের মতো বিশ্ববিদ্যালয়ে পুলিশ যথেচ্ছভাবে ঢুকে অত্যাচার চালাচ্ছে, বলিউড ইন্ডাস্ট্রি তখনও মুখে কুলুপ এঁটে বসেছিল।

tollywood artist protest against caa | newsfront.co
কোলাজ চিত্র

যদিও রাজকুমার রাও, আয়ুষ্মান খুরানা, সায়নী গুপ্তার মত কিছু অভিনেতা-সহ পরিচালক অনুরাগ কাশ্যপ টুইটারে প্রতিবাদে মুখর হয়েছিলেন, কিন্তু প্রথম সারির প্রায় কোনও সেলেবই এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য প্রকাশ করেননি। আর এই ছবিরই বিপরীত চিত্র ধরা পড়ল বাঙলার টলিউড ইন্ডাস্ট্রিতে।

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়, দেব-সহ গীতিকার ও গায়ক অনুপম রায়, পরিচালক সৃজিত মুখার্জি, নাট্যকার ও পরিচালক সুমন মুখোপাধ্যায়-সহ আরও অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।

”হীরক রাজার দেশে”– খানিকটা ব্যাঙ্গাত্মক ভঙ্গিতেই টুইট করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তীব্র ঘৃণা এবং রোষ উগড়ে দিয়ে পরিচালক সৃজিত মুখার্জি জানিয়েছেন, “আমি সারা দেশে শিক্ষার্থীদের উপর নৃশংস হামলার নিন্দা জানাই। ‘প্রতিবাদ’ এর নামে নিরীহদের উপর লুটপাট, অগ্নিসংযোগ ও হামলার নিন্দা জানাই। সোশ্যাল মিডিয়ার এই দাঁতবিহীন নিন্দা আমার ভারতকে জ্বলতে বাধা দিতে পারে না বলে আমি তীব্র নিন্দা জানাচ্ছি।”

এ দিকে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় তাঁর টুইটারে বেশ কয়েকটি ছবি এবং একটি ভিডিও পোস্ট করে জানান, “যদি কেউ এই প্রতিবাদের বিরুদ্ধে না দাঁড়ায়, তাহলে শিক্ষার্থীরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। আর কী কী বন্ধ করা হবে?!”

পাশাপাশি অনুপম রায়, দেব, সুমন মুখোপাধ্যায়, অরিন্দম শীল এই নৃশংস কাণ্ডের বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here