সিএএ-র জেরে ক্ষতিগ্রস্ত পর্যটন শিল্প

0
47

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

ফাঁকা টুরিস্ট স্পট। নিজস্ব চিত্র

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে উত্তাল বিভিন্ন এলাকার তীব্র প্রভাব পড়ল ডুয়ার্সের পর্যটন শিল্পে। ডুয়ার্সের বিভিন্ন লজে বুকিং বাতিল করছে টুরিষ্টরা, যার জেরে মাথায় হাত পর্যটন ব‍্যবসায়ীদের। সামগ্রিক ভাবে বিশাল ক্ষতি হচ্ছে ডুয়ার্সের পর্যটন শিল্প।

tourism industry damaged for caa | newsfront.co
ভিড় হচ্ছে না পর্যটকদের। নিজস্ব চিত্র

সেপ্টেম্বর মাস থেকে জঙ্গল খুলে গেলেও প্রধানত বড়দিন ও ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে প্রতি বছর ডুয়ার্সের জলদাপাড়া-সহ বিভিন্ন এলাকায় টুরিষ্টের ঢল নামে। প্রতি বছর ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ২০ ডিসেম্বর থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি লজগুলো টুরিষ্টে ভর্তি থাকে।

jaharal saha | newsfront.co
জহরলাল সাহা। নিজস্ব চিত্র

এ বছর বিভিন্ন সরকারি ও বেসরকারি লজে আশানুরূপ বুকিং হয়েছিল কিন্ত বাধ সাধল নাগরিক সংশোধনী বিল। এই বিল নিয়ে উত্তপ্ত বিভিন্ন এলাকার জেরে ডুয়ার্সে ঘুরতে আসতে ভয় পাচ্ছেন টুরিষ্টরা, যার জেরে বুকিং বাতিল হতে শুরু করেছে। ইতিমধ্যে জলদাপাড়া এলাকায় ৪০ টি বেসরকারি লজের প্রায় ৭০% বুকিং বাতিল হয়ে গেছে।

আরও পড়ুনঃ সিএএ-বিরোধী তৃণমূলের মিছিল ঘিরে উত্তেজনা কানকিতে

tourism industry damaged for caa | newsfront.co
নিজস্ব চিত্র
tourism industry damaged for caa | newsfront.co
নিজস্ব চিত্র

জলদাপাড়া লজ ওনার্স আ্যসোসিয়েশন এর সভাপতি জহরলাল সাহা জানান, এখন অবধি ৭০% এর উপরে বুকিং বাতিল হয়েছে এবং বাকি বুকিংগুলো থাকবে কিনা এই নিয়েও সন্দেহ আছে ।

আরও পড়ুনঃ জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে আক্রমণের প্রতিবাদে এআইডিএসও

tourism industry damaged for caa | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি আরও জানান যে পুরো ডুয়ার্সের এক চিত্র এবং এতে আমরা দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত।

bishwajit saha | newsfront.co
বিশ্বজিৎ সাহা। নিজস্ব চিত্র
Ministry of Tourism | newsfront.co
গৌতম দেব, পর্যটন মন্ত্রী। নিজস্ব চিত্র

এই বিষয়ে জলদাপাড়া লজ ওনার্স আ্যসোসিয়েশন এর সম্পাদক বিশ্বজিৎ সাহা জানান, এ বছর পুজোর সময় সেই হারে টুরিষ্টের ঢল নামেনি।

আমরা আশায় ছিলাম বড়দিনের ছুটিতে টুরিষ্ট আসবে। বুকিংও হয়েছিল কিন্ত প্রতিনিয়ত বুকিং বাতিল হচ্ছে এবং এতে লজ মালিক, সাফারি মালিক, গাইড থেকে শুরু করে আমরা সবাই ক্ষতির মুখোমুখি ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here