নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
মাদারিহাটে এসে একশৃঙ্গ গণ্ডার দেখে খুশি পর্যটকরা। একশৃঙ্গ গণ্ডারের জন্য পৃথিবী বিখ্যাত জলদাপাড়া জাতীয় উদ্যানে প্রতি বছর দেশ বিদেশ থেকে বহু পর্যটকদের আগমন ঘটে। কিন্ত জলদাপাড়ার ভিতরে জঙ্গল সাফারি করেও অনেক সময় গণ্ডারের দর্শন মেলে না।
আরও পড়ুনঃ রাজনৈতিক চাপানউতোরের মাঝে ভূমিকম্পে কাঁপল দিল্লি
ভাগ্যক্রমে শুক্রবার মাদারিহাটে জলদাপাড়া লজ থেকে দেখা মিলল গণ্ডারের। গণ্ডার দেখে উচ্ছ্বসিত পর্যটকরা। কলকাতা থেকে আগত এক পর্যটক জানান, জলদাপাড়াতে জঙ্গল সাফারি করে গণ্ডারের দেখা পাওয়া যায়নি কিন্ত লজে বসে গণ্ডারের দর্শন মেলায় আমরা দারুণ খুশি।
এই বিষয়ে পশ্চিমবঙ্গ পর্যটন দফতরের অন্তর্গত জলদাপাড়া লজের ম্যানেজার নিরঞ্জন সাহা জানান, “মাঝেমধ্যে হাতি ও বাইসনের দেখা মিললেও গণ্ডারের দেখা মিলত না কিন্ত এই প্রথম জলদাপাড়া লজের থেকে গণ্ডারের দেখা মিলল।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584