ডালখোলার যানজটে জেরবার,ইসলামপুর-রায়গঞ্জ ট্রেনের দাবী

0
105

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

The Traffic at dholka
নিজস্ব চিত্র

ইসলামপুর থেকে রায়গঞ্জ যাওয়ার জন্য সকালের দিকে ট্রেন চালুর দাবী উঠল।জানা যায় ইসলামপুর থেকে সকালবেলা রায়গঞ্জ যাওয়ার কোনো ট্রেন না থাকায় প্রায় দিনই নিত্য যাত্রীদের বহু সমস্যার মুখে পড়তে হয়।
এলাকার স্থানীয় বাসিন্দারা জানান,রায়গঞ্জ জেলা সদর তাই নানা প্রয়োজনে ইসলামপুরের বাসিন্দাদের রায়গঞ্জে যেতে হয়।

ইসলামপুর থেকে রায়গঞ্জের দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। মাঝে ডালখোলার কুখ্যাত যানজট।ডালখোলায় যানজটের জেরে এমনিতেই যোগাযোগ ব্যবস্থার বেহাল পরিস্থিতি।রায়গঞ্জ থেকে ইসলামপুরে ঘণ্টাতিনেক সময় লাগে।কিন্তু যানজটে পড়লে কত সময় লাগবে সে বিষয়ে নিশ্চয়তা নেই।

আরও পড়ুনঃ রাস্তায় নো এন্ট্রি, যানজটে হয়রান দুই জেলার মানুষ

ফলে রায়গঞ্জ যেতে হলে রীতিমতো আতঙ্কে থাকেন বাসের ড্রাইভার ও কনডাক্টর থেকে শুরু করে নিত্যযাত্রীরা।স্থানীয় ও রেল সূত্রে জানা গিয়েছে,শিলিগুড়ি থেকে রায়গঞ্জ যাওয়ার জন্য একটি ডিইএমইউ প্যাসেঞ্জার ট্রেন রয়েছে।তাতে চেপেই ইসলামপুরের আলুয়াবাড়ি রোড স্টেশন থেকে রায়গঞ্জ যাওয়া যায়।কিন্তু ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা সাতটায় আলুয়াবাড়ি রোড ছেড়ে যায়। দিনে বারসই জংশনে নেমে ট্রেন বদলে যাওয়ার ব্যবস্থা থাকলেও সারা দিনে মাত্র একটি ট্রেন রয়েছে।

সময়মতো পৌঁছাতে না পারলে সেই ট্রেন আদৌ পাবেন কিনা, তা নিয়ে দুশ্চিন্তা থেকে যায় যাত্রীদের মধ্যে।অবশেষে ট্রেন না পেলে বাস কিংবা ছোটো গাড়ির ভরসা করতে হয়।এক নিত্য যাত্রী অশোক ঘোষ জানান কোনো ট্রেন না থাকায় বাসের ভরসা করতে হয় । কিন্তু বাসের কনডাক্টরকে জিজ্ঞাসা করা হয়, রায়গঞ্জ কখন পৌঁছাবে তাঁরা উত্তর দিতে পারেন না।

কারন ডালখোলার যানজট সাধারন মানুষকে নিত্যদিন ভোগায়। ইসলামপুর নাগরিক মঞ্চের সম্পাদক হিমাংশু সরকার বলেন,এই দাবি ইসলামপুরের দীর্ঘদিনের।বিষয়টি নিয়ে তাঁরা একাধিকবার রেলকে স্মারকলিপি দিয়েছেন,স্থানীয় সাংসদকে জানিয়েছেন।কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তবে এই বিষয়টি নিয়ে শীঘ্রই কিছু করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার কথা বলেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here