নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে নির্মল বিদ্যালয় সপ্তাহ এবং ট্রাফিক সপ্তাহ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো শহরজুড়ে।
এই উপলক্ষে সোমবার বৃন্দাবনী ময়দান সংলগ্ন মুক্তমঞ্চে জেলা প্রশাসনের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য, অতিরিক্ত জেলা শাসক অর্ণব চ্যাটার্জী,
ডিএসপি সুদীপ সরকার, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার, ট্রাফিক ওসি তরুণ সাহা, বিশিষ্ট শিক্ষাবিদ রাধা গোবিন্দ ঘোষ সহ অন্যান্যরা।
আরও পড়ুনঃ শিশুদের অপুষ্টি দূরীকরণে সচেতনতা শিবির প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতে
জানা যায় এদিন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য প্রদীপ প্রজ্জ্বলন এবং সবুজ ঝান্ডা উড়িয়ে সপ্তাহব্যাপী নির্মল বিদ্যালয় সপ্তাহ এবং ট্রাফিক সপ্তাহ উদযাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এরপর মুক্ত মঞ্চ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অংশ নেয় সাধারণ মানুষরাও।
সবুজ বাঁচাও, সেভ ড্রাইভ সেভ লাইফ, সাবধানে নিয়ম মেনে গাড়ি চালান সহ বিভিন্ন সচেতনতামূলক প্লেকার্ড হাতে নিয়ে ছাত্র-ছাত্রীরা অংশ নেয় এই শোভাযাত্রায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584