সুদীপ পাল,বর্ধমানঃ
আগামী ১৪ এপ্রিল রামনবমীকে ঘিরে যাতে কোনো রকম অশান্তি সৃষ্টি না হয় সেজন্য অনেক আগে থেকেই রামনবমীর দিন যে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে তা ঘোষণা করল পুলিশ।
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ট্রাফিক পুলিশ নাচন রোডের ভিড়িঙ্গী মোড় থেকে বেনাচিতির প্রান্তিকা পর্যন্ত রাস্তায় যানজট মুক্ত রাখতে মিনিবাস, ট্রাক, অটো ও টোটো চলাচলে বিধিনিষেধ আরোপ করছে।
আরও পড়ুনঃ রামনবমীতে মমতা এবং সঙ্ঘ- বিজেপি: একে অপরের পরিপূরক
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্মকর্তারা বুধবার প্রান্তিকা ফাঁড়িতে স্থানীয় কাউন্সিলর,দুর্গাপুর বণিক সভার প্রতিনিধি,পরিবহণ সংগঠনের কর্তা ও আখড়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রামনবমীর দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নাচন রোড যানজট মুক্ত রাখতে এই যান নিয়ন্ত্রণ করা হবে।তবে সাধারণ মানুষদের যাতে অসুবিধে না হয় সে বিষয়ে নজর দেওয়া হবে।মিনি বাস চালানো যায় কিনা সে বিষয়টি ভেবে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584