কেরল থেকে ট্রেন পৌঁছাল বহরমপুরে

0
487

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

migrants | newsfront.co
ঘরে ফেরা। নিজস্ব চিত্র

বহরমপুর কোর্ট স্টেশনে বুধবার রাত নয়টা নাগাদ পৌঁছাল পরিযায়ী শ্রমিক ভর্তি ট্রেন। ট্রেন জেলায় প্রবেশের আগে বহরমপুর কোর্ট স্টেশনে পুলিশের জোর তৎপরতা চোখে পরে। স্টেশনের বিভিন্ন জায়গায় দড়ি দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে সাধারণের।

tharmal screening | newsfront.co
নিজস্ব চিত্র

১১২৩ জন পরিযায়ী শ্রমিক নিয়ে ০৬০৯০ নং ট্রেনটি ২২ টি কামরা নিয়ে জেলাতে প্রবেশ করল। ট্রেনটি সরাসরি কেরলের আলুভা ষ্টেশন থেকে বহরমপুর কোর্ট স্টেশনে এসে পৌঁছাল।

Jagdish Mina | newsfront.co
জগদীশ প্রসাদ মীনা, জেলা শাসক এবং শ্রী মুকেশ, ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ। নিজস্ব চিত্র

আগর যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করে খাবার বিতরণ করা হয়। তারপর সরকারি নিয়ম অনুযায়ী তাদের বাড়িতে ফেরার ব্যবস্থা করে প্রশাসন। তাদের পৌঁছে দেওয়ার জন্য বাসের ব্যবস্থা করা হয়।

medical staff | newsfront.co
নিজস্ব চিত্র

এই ট্রেনে ফিরলেনঃ

বীরভূম -১
দক্ষিণ দিনাজপুর -২
হুগলি -১
হাওড়া -৩
কলকাতা -১
মালদহ -২
মুর্শিদাবাদ -১০৪৫
নদীয়া -৬১
উত্তম ২৪ পরগনা -০২
পূর্ব বর্ধমান -০২
উত্তর দিনাজপুর -০২
জামশেদপুর -০১ জন।

মুর্শিদাবাদের নিম্ন লিখিত ব্লকের

বহরমপুর -১৮
বেলডাঙা (১) -১
বেলডাঙা (২) -৮
হরিহরপাড়া -৫৮
নওদা -১৫
মুর্শিদাবাদ জিয়াগঞ্জ -৭
ভগবানগোলা (১) -৪
ভগবানগোলা (২) -৫
লালগোলা -৮
নবগ্রাম -১৪
কান্দি – ২
বড়ঞা -১
খড়গ্রাম -২৮
ভরতপুর -১
ডোমকল -৩২১
রাণীনগর (১) -৯২
রাণীনগর (২) -৬০
জলঙ্গি -৩২৬
ফরাক্কা -১
রঘুনাথগঞ্জ (১) -৫
রঘুনাথগঞ্জ (২) -৫
সাগরদিঘি -৯
সামসেরগঞ্জ -১২
সুতি (১) -৪
সুতি (২) -৬
অজানা -৩৩ জন ফিরলেন।

Mosaref hosen Mondal | newsfront.co
মোসারফ হোসেন মন্ডল, সভাধিপতি। নিজস্ব চিত্র
police super | newsfront.co
কে এস রাজকুমার, পুলিশ সুপার। নিজস্ব চিত্র

আজ এই উপলক্ষে স্টেশনে হাজির ছিলেন জেলাশাসক, মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি, মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ এবং জেলা পরিষদের সভাধিপতি।

Abu Taher Khan | newsfront.co
আবু তাহের খান, সাংসদ। নিজস্ব চিত্র
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here