সুদীপ পাল, বর্ধমানঃ
পূর্ব রেলের আসানসোল ডিভিশন পণ্য পরিবহনে আয় বাড়াতে, রানীগঞ্জ ও জসিডি স্টেশনে কয়েকটি ট্রেন দাঁড়ানোর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল।
ব্যবসায়ী ও পণ্য পরিবহনকারীদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বৈঠকে সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন রানীগঞ্জ চেম্বার অব কমার্সের প্রতিনিধিরাও। ব্যবসায়ী এবং পণ্য পরিবহনকারী বক্তব্য শোনার পাশাপাশি পণ্য পরিবহনে আয় কিভাবে বাড়াতে পারে সে বিষয় নিয়েও আলোচনা হয় এ দিন।
আরও পড়ুনঃ অবৈধ টিকিটের ব্যবসা বন্ধের উদ্যোগ আসানসোল, কুলটিতে
শিয়ালদহ-সীতামারী এক্সপ্রেস, ভাগলপুর-রাঁচি বনাঞ্চল এক্সপ্রেস দঁড়ানোর সময় দু’মিনিট থেকে বাড়িয়ে পাঁচ মিনিট করা হয়েছে। এছাড়াও হাওড়া-অমৃতসর মেল ও মধুপুর-আনন্দবিহার এক্সপ্রেস জসিডিতে দু’মিনিটের পরিবর্তে পাঁচ মিনিট থামবে এবার থেকে।
পণ্য পরিবহনের ক্ষেত্রে ব্যবসায়ীদের যাতে কোনও রকম অসুবিধা না হয় সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যবসায়ীরা কোনও সমস্যায় পড়লে সংশ্লিষ্ট আধিকারিককে দ্রুত জানানোর জন্য বিশেষ ফোন নাম্বারও চালু করা হয়েছে বলে জানা যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584