সুদীপ পাল,বর্ধমানঃ
ভোট গণনা নিয়ে দলীয় এজেন্টদের জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল বিজেপি।
দুই বর্ধমান জেলা ছাড়াও রাজ্যের আরও ছয়টি জেলার দলীয় এজেন্টরা উপস্থিত ছিলেন এই প্রশিক্ষণ শিবিরে।
বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার শিবিরে বক্তব্য রাখেন। দলীয় প্রতিনিধিদের নিয়ে মিটিং শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিদ্যাসাগরের মূর্তি ভাঙা প্রসঙ্গে বলেন, সিসিটিভি ফুটেজ দেখলেই প্রমাণ হয়ে যাবে এই ঘটনার জন্য কে বা কারা দায়ী।
আরও পড়ুনঃ কারন না দেখিয়েই বিজেপি নেতা গ্রেফতারের অভিযোগ
কিন্তু তাঁকে প্রশ্ন করা হয়, বহিরাগত মানুষদের ভিড় ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের রোড শোতে। সেটিই বা কেন হবে? তিনি বলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি কলকাতায় রোড-শো করলে গোটা বাংলার বিভিন্ন জায়গা থেকে মানুষ যাওয়া তো অস্বাভাবিক নয়। তাছাড়া রোড-শোয়ে কোথাও বলা নেই এটি শুধুমাত্র উত্তর কোলকাতার রোড-শো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584