সুদীপ পাল,বর্ধমানঃ
কেন্দ্রীয় সরকারের ‘উড়ান’ প্রকল্পে কম খরচে অণ্ডাল-চেন্নাই এবং অণ্ডাল-মুম্বই বিমান পরিষেবা খুব শীঘ্রই চালু হতে চলেছে। সামনের জুন মাস থেকেই এই বিমান পরিষেবা পাওয়া যাবে। অণ্ডাল থেকে চেন্নাই বা মুম্বই যাওয়ার প্রমোশনাল ভাড়া মাত্র ৩৭০১ টাকা ধার্য করা হয়েছে।
দুই রুটে সংস্থার বোয়িং ৭৩৭ বিমান চলবে। অণ্ডাল ছাড়াও গোয়ালিয়র, ভোপাল এবং ঝাড়সুগদা থেকেও নতুন এই বিমান পরিষেবা চালু হবে। দুর্গাপুরের বাসিন্দারা বলছেন, ট্রেনের থেকে অনেক তাড়াতাড়ি পৌঁছানো যাবে এবং ভাড়াও সাধ্যের মধ্যেই রয়েছে। এই বিমানবন্দর চালু হলে দুর্গাপুর এবং আসানসোলের মত বড় শহরগুলির ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র আরো প্রসারিত হবে বলেই মনে করছেন বাসিন্দারা।
আরও পড়ুনঃ অবশেষে শুরু হতে চলেছে অন্ডাল-চেন্নাই-মুম্বাই বিমান পরিষেবা
অণ্ডাল ছাড়া বার্নপুর থেকেও এই প্রকল্পে বিমান পরিষেবা চালু করার কথা ছিল। সমস্ত প্রস্তুতি শেষ হলেও ওই বিমানবন্দরটি কবে থেকে চালু হবে, তা নিয়ে জেলা প্রশাসনের কাছে এখনও কোনও তথ্য নেই। এলাকার সংসদ সদস্য বাবুল সুপ্রিয় বলেন, বার্নপুর বিমানবন্দর চালু নিয়ে আমার কিছু জানা নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584