পিয়ালী দাস,বীরভূমঃ
বীরভূমের মল্লারপুরে ক্লাবে বিস্ফোরণ কাণ্ডে মল্লারপুর থানার পুলিশ গ্রেফতার করল ক্লাবের কোষাধক্ষ্য বিপ্লব ঘোষকে।পুলিশ সূত্রে খবর বিস্ফোরণের পর ফরেনসিক বিশেষজ্ঞরা তথ্য-প্রমাণ ও নমুনা সংগ্রহ করেছিল।প্রাথমিক তদন্তের পর ফরেনসিক বিশেষজ্ঞদের মত ক্লাবের ভেতরে যে স্টিলের আলমারিটি ছিল সেই আলমারির ভিতরে ব্যাপক পরিমাণে বোমা মজুদ করে রাখা হয়েছিল।
তবে বিস্ফোরণ কি থেকে হয়েছিল সেটা এখনও ফরেনসিক বিশেষজ্ঞরা জানান নি।তদন্তের পর তথ্য প্রমাণ সংগ্রহ করে তবেই এই ক্লাবের কোষাধক্ষ্য কে গ্রেফতার করা হয়েছে বলে দাবি পুলিশের।
বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল লোকসভা নির্বাচনের আগে থেকেই অভিযোগ করে আসছিলেন মল্লারপুরে ঝাড়খন্ড থেকে লোকজন এসে জমায়েত করছে।অশান্তি ছড়াচ্ছে,সহযোগিতা করছে স্থানীয় কিছু মানুষ এবং ক্লাব।
বিস্ফোরণ হবার পরেও দাবি করেছিলেন , “নির্বাচন কমিশনের আওতায় থাকা কেন্দ্রীয় বাহিনীকে বিভিন্ন জায়গায় তল্লাশি করার আবেদন জানিয়েছিলাম,তারা আমাদের কথায় কর্ণপাত করেনি।নির্বাচন কমিশন একপেশে বিজেপির হয়ে কাজ করে গেছে।”
আরও পড়ুনঃ তৃণমূল নেতার বাড়িতে বোমা ছোঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
অন্যদিকে লোকপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে প্রায় ১০০ টিরও বেশি তাজা বোমা উদ্ধার করল। লোকপুর থানার পুলিশ সূত্রে খবর রবিবার বিকেলে বম স্কোয়াডের একটি বিশেষ দল এসে বোম নিষ্ক্রিয় করবে।
বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানান,বিগত কয়েকদিন ধরে যেভাবে জেলা জুড়ে আমরা তল্লাশি অভিযান চালিয়েছি তাতে আশাতীত ফল পেয়েছি।প্রচুর বোমা,বন্দুক,উদ্ধার এবং অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
তিনি জানান মল্লারপুর বিস্ফোরণকাণ্ডে ক্লাবের কোষাধক্ষ্যকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584