পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
বিশ্বজুড়ে পরিবেশ রক্ষার যে স্লোগান উঠেছে তাতে সব দেশ সারা দিয়েছে।প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহারে বারবার রাশ টানতে গেলেও তা সম্ভব হয়নি।ফলে দূষণ আর ভারসাম্য নষ্ট হয়েছে পরিবেশের।সেই সংকট থেকে একমাত্র বাঁচাতে পারে গাছ।
কারণ একটি গাছ একটি প্রাণ।গাছের গুরুত্ব কতখানি তা সবাই জানেন।আজ সর্বোত্র যেভাবে বনভূমি ধ্বংস করা হচ্ছে তা পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকর আর সেই জন্যই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে দিকে দিকে।সেই গাছের চাহিদা কে সামনে রেখে আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অনিল ভুঁইমালির উপস্থিতিতে অনুষ্ঠিত হলো গাছের গুরুত্ব সকলের মধ্যে বোঝাতে বৃক্ষরোপণ কর্মসূচি।
পাশাপাশি এদিন এই ক্যাম্পাসের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা পথনাটিকা প্রদর্শন করে সকলের কাছে বার্তা দিতে চাইল যে যেভাবে আজকের দিনে গাছ কেটে ফেলা হচ্ছে তা খুবই আগামী দিনের জন্য ভয়ঙ্কর।কারণ গাছি পারে একমাত্র পরিবেশ বাঁচাতে এবং মানব জাতিকে বাঁচাতে। সেই কাজই যদি কেটে ফেলা হয় তাহলে মানব সমাজ বাঁচবে কি করে।
আরও পড়ুনঃ পরিবেশ বাঁচাতে গবেষকদের বৃক্ষরোপণ করতে হবে
এই উদ্দেশ্যকে সামনে রেখে এদিন এন সি সি বিভাগের ছাত্র ছাত্রীরা পথনাটিকা করে সকলের মধ্যে সাড়া ফেলে দেয়।এদিন পথনাটিকা শেষে বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অনিল ভুঁইমালি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের মধ্যে গাছ বিতরণ করেন।পাশাপাশি এদিন জেলা বন আধিকারিক দিপর্ন দত্ত,কলেজের প্রবীণ অধ্যাপকরা গাছের চারা বিতরণ করেন সকলের মাঝে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584