জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিনে কালিয়াগঞ্জের জয়জয়কার

0
125

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

The triumph of Kaliaaganj on the first day of the district school sports competition
নিজস্ব চিত্র

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার শকুন্তলা উচ্চ বিদ্যালয়ে দুই দিন ব্যাপী বিদ্যালয় ভিত্তিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার।

সেখানে জেলা ক্রীড়া প্রতিযোগিতার খো-খো খেলায় বয়েজ গ্রুপে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় ইসলামপুর মহকুমার নন্দগছ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বয়েজ গ্রুপে চ্যাম্পিয়ান হয়।অন্য দিকে (গার্লস)বিভাগে কালিয়াগঞ্জের বাঘন কালিতলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা খো-খো খেলার ফাইনালে ততু সিংহ স্মৃতি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ানের গৌরবের অধিকারী হয়।

আরো পড়ুনঃ জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা

বুধবারের শীতকালীন জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি প্রতিযোগিতায় বয়েজ বিভাগে কালিয়াগঞ্জের লক্ষীপুর মহিম চন্দ্র বিদ্যা ভবন ইসলামপুর মহকুমার শকুন্তলা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ানের মর্যাদা পায়।

কাবাডি (গার্লস)বিভাগে শাসন আর এন হাই স্কুলকে হারিয়ে ইসলামপুরের শকুন্তলা হাই স্কুল চ্যাম্পিয়ানের মর্যাদা লাভ করে।।ভলিবল(বয়েস)গ্রুপে রায়গঞ্জ মহকুমার বামনগাঁও হাসিমুদ্দিন উচ্চ বিদ্যালয় এস বি তুলি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ানের মর্যাদা লাভ করে।

অপর দিকে ভলিবল (গার্লস)বিভাগে খোকসা বি টি হাই স্কুল জগতাগাঁও উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ানের গৌরব অর্জন করে।উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া স্কুল কাউন্সিলের সাধারণ সম্পাদক প্রবীর গুহ জানান উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় জেলার মোট ৯০ টি বিদ্যালয় অংশগ্রহন করেছে।মোট ২৪৭জন প্রতিযোগী ছাড়াও ৭২ জন টিম গেমসে অংশগ্রহন করেছে বলে জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here