শ্যামল রায়,নদীয়াঃ
দীর্ঘদিন ধরে শিয়ালদা কৃষ্ণনগর রেল লাইনে রানাঘাট রেল স্টেশনের একদিকের টিকিট কাউন্টার বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়ে যাত্রী সাধারণ।জানা গিয়েছে যে শিয়ালদা লালগোলা শহরের রেল লাইন রানাঘাট শহরকে পূর্ব ও পশ্চিমে দুই ভাগে ভাগ করা হয়েছে।
পৌরসভার ১৯ টি ওয়ার্ডের মধ্যে ৬ টি ওয়ার্ড রয়েছে রেল লাইনের পূর্ব দিকে আর ৬টি ওয়ার্ড এর বাসিন্দাদের সুবিধার জন্য এই টিকিট কাউন্টার তৈরি করা হয়।
অন্যদিকে রানাঘাট ২ ব্লকের বিভিন্ন গ্রামের বাসিন্দারা পূর্বপাড়ের টিকিট কাউন্টার ব্যবহার করেন কিন্তু এখন কাউন্টার বন্ধ থাকায় ট্রেন যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে।তাদের ফুট ওভারব্রিজ পার করে এসে পশ্চিম পাড়ে কাউন্টার থেকে টিকিট কাটতে হচ্ছে।
আরও পড়ুনঃ বন্ধ স্টেশনে প্রবেশের পথ,ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ কর্ণসুবর্ণে
তাই ট্রেন যাত্রীদের সুবিধার্থে এই কাউন্টার দ্রুত চালু করার দাবি তুলেছেন এলাকার যাত্রী সাধারণ।জানা যায় পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী জানিয়েছেন যে বিষয়টি খোঁজ নিয়ে দেখব যাতে দ্রুত সমস্যা সমাধান করা যায় তার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব।
শিয়ালদা কৃষ্ণনগর লাইনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশন রানাঘাট।রানাঘাট এক নম্বর প্লাটফর্মে দুটি প্রবেশ পথে টিকিট কাউন্টার রয়েছে একটি কাউন্টার বন্ধ থাকায় অন্য কাউন্টারে ভিড় যথেষ্ট হচ্ছে তাই অনেককেই দীর্ঘ লাইন দিয়ে টিকিট কাটার ফলে অনেক সময় দ্রুত গন্তব্যস্থলে পৌঁছাতে দেরি হয়ে যায় তাই ক্ষোভে ফুঁসছেন যাত্রীসাধারণ।
রানাঘাট রেল স্টেশনে টিকিট কাউন্টারের দীর্ঘদিনের সমস্যা দূর করতে মাস ছয়েক আগে যাত্রীদের সুবিধার্থে বেশ কয়েকটি জায়গায় স্মার্ট কার্ডে টিকিট কাটার মেশিন বসানো হয়েছে কিন্তু অধিকাংশ রেল যাত্রী সেই মেশিন নিজেরা চালাতে পারেন না।মানুষের অনেকের কাছেই স্মার্ট কার্ড থাকে না মাঝে-মধ্যে রেল কর্মীদের সাহায্য নিয়ে ওই মেশিনে টিকিট কাটা হয় তবে অধিকাংশ সময় মেশিন ব্যবহার হয় না ফলে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রী সাধারণকে।
রানাঘাট থেকে একদিকে বনগাঁ অন্যদিকে গেদে লালগোলা শান্তিপুর শাখা ট্রেন চলাচল করে থাকে পাশাপাশি ভৌগোলিক ভাবে রানাঘাট জংশন এর অবস্থান গুরুত্বপূর্ণ ।বিভিন্ন গ্রামীণ এলাকার মানুষ এই রেল স্টেশনের উপর নির্ভরশীল তাই কাউন্টার বন্ধ থাকার কারণে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের।তাই অবিলম্বে অতিরিক্ত কাউন্টার চালু করার দাবিতে বিশেষ করে রেলের পূর্বপাড়ে থাকা কাউন্টার দ্রুত চালু করার দাবি তুলেছেন যাত্রী সাধারণ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584