রাজ্য জুড়ে শুরু অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট

0
72

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

গত কয়েকদিন ধরে সারাবাংলা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হচ্ছিল সোমবার তারা ধর্মঘটে নামবে।বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সেই মত সোমবার সারাবাংলা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অনির্দিষ্টকালের জন্য ট্রাক ধর্মঘট ডাকলো ট্রাক মালিক সংগঠন ও তার অ্যাসোসিয়েশন।

নিজস্ব চিত্র

যার ফলে রাজ্যের বিভিন্ন রাজ্য ও জাতীয় সড়ক গুলিতে বহু ট্রাক তার পণ্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে।পশ্চিম মেদিনীপুরের দাঁতনের উড়িষ্যা বর্ডার সংলগ্ন সোনাকনিয়াতে উড়িষ্যা ও বাংলার দুই রাজ্যের প্রায় কয়েক হাজার ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায় সোমবার।ট্রাক মালিক সংগঠনের মালিকেরা এদিন ব্যানার ও ফেস্টুন লাগিয়ে রাস্তা অবরোধ করেন।সোমবার সকাল সাতটা নাগাদ এই অবরোধ শুরু হয়।

 truck strike  | newsfront.co
ধর্মঘটের জেরে স্তম্ভিত ট্রাক।নিজস্ব চিত্র

তাদের দাবি অবিলম্বে ডিজেলের মূল্যবৃদ্ধি কমাতে হবে।এছাড়াও ভারত সরকারের মটোর ভাইকেলস আইনের পরিবর্তন করে নতুন এক্সেল লোড পশ্চিমবঙ্গে চালু করতে হবে। পুলিশ,সিভিক পুলিশ, ট্রাফিক পুলিশ ও যাত্রীদের অত্যাচার থানাগুলোকে অবিলম্বে বন্ধ করতে হবে।

truck strike | newsfront.co
নিজস্ব চিত্র

ট্রাক মালিকদের ওপর আরটিও ও এম বি আই এর অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে।২০১৯ এর বাজেট অধিবেশনে ভারত সরকারের পেট্রোল ও ডিজেলের অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করতে হবে।অবিলম্বে পেট্রোল ও ডিজেলের উপর জিএসটি চালু করতে হবে।

আরও পড়ুনঃ রাজ্য জুড়ে ট্রাক ধর্মঘটের ডাক

কেন্দ্রীয় সরকারকে প্রতিবছর থার্ড পার্টি ইন্সুরেন্স এর প্রিমিয়াম বৃদ্ধি বন্ধ করতে হবে।লোডিং পয়েন্ট থেকে ওভারলোডিং বন্ধ করতে হবে।ট্রাক জাতির জীবন রেখা সুতরাং ট্রাক না বাঁচলে সমাজ ও বাঁচবে না।

তাই এই দিকে নজর রেখে সরকারপক্ষ থেকে এই দাবি দাওয়া গুলি পূরণ করার ব্যবস্থা করতে হবে।না হলে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট চলবে বলে দাবি ট্রাক মালিক সংগঠনের।পরবর্তী ক্ষেত্রে তার আরেও বৃহত্তর আন্দোলনে যেতে পারেন বলে সূত্রের খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here