মনিরুল হক, কোচবিহারঃ

পানীয় জলের সঙ্কট মেটাতে এবার প্রতিটি ওয়ার্ডে গভীর নলকূপের ব্যবস্থা করবে কোচবিহার পুরসভা।মঙ্গলবার শহরের ১৬ নম্বর ওয়ার্ডে এই নলকূপ বসাবার কাজ শুরু হয়। আগামী পনেরো দিনের মধ্যে এই কাজ শেষ করা হবে বলে জানান কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিং, এদিন তিনি বলেন, ‘তোর্সার জলকে পরিশুদ্ধ করে বাড়ি বাড়ি যে জল সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে গোটা শহরে তা বাস্তবায়িত হবে খুব কম সময়ের মধ্যেই।’

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জল সঙ্কট মেটাতে গভীর নলকূপ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুর এলাকার কুড়িটি ওয়ার্ডেই এই নলকূপ বসানো হবে বলে জানান পুরসভার চেয়ারম্যান ভূষণ সিং। এদিন তিনি বলেন, ‘যে পরিমান পানীয় জল নাগরিকের প্রয়োজন তা সরবরাহ করা যাচ্ছেনা, তাই গভীর নলকূপ বসিয়ে তৃষ্ণা মেটাবার ব্যবস্থা করা হচ্ছে।’
আরও পড়ুনঃ চতুর্থ দফায় কোচবিহার লোকসভা কেন্দ্রের একটি বুথে পুনঃনির্বাচনের সিদ্ধান্ত কমিশনের
রাজার শহরে যে পানীয় জলের অপ্রতুলতা রয়েছে তা এদিন স্বীকার করে নেন পুরপ্রধান। পাম্প হাউস নির্মাণ সহ এই নলকূপ স্থাপন করতে প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয় হবে বলে জানান ভূষণ বাবু। কোচবিহার পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তপন ঘোষ সহ অন্যান্যরা এদিন এই কাজের তদারকি করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584